Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ, যে সুবিধা পাওয়া যাবে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১১:১৮ পিএম

নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ, যে সুবিধা পাওয়া যাবে

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল যোগাযোগ—দুই ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ এখন অনেকেরই ভরসার প্ল্যাটফর্ম। তাই ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নিয়মিতই নতুন ফিচার নিয়ে আসে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ। এবার যে ফিচারটি আসছে, তা বিশেষ করে গ্রুপ চ্যাট ব্যবহারে এক নতুন মাত্রা যোগ করবে।

ফিচারটির বিশেষত্ব কী?

আগে কেবলমাত্র গ্রুপে ঢুকলেই বোঝা যেত, কেউ মেসেজ টাইপ করছে কি না। কিন্তু নতুন আপডেটের ফলে, এখন চ্যাট লিস্ট থেকেই জানা যাবে, কোন গ্রুপে কে টাইপিং করছেন। এটি গ্রুপ চ্যাটে সক্রিয়তা সম্পর্কে আগেভাগে ধারণা দেবে, যা আগের মতো বারবার গ্রুপ খুলে দেখার ঝামেলা কমাবে। আপাত দৃষ্টিতে এই আপডেট খুব সামান্য মনে হলেও এর প্রভাব সুদূরপ্রসারী হবে ইউজারদের গ্রুপ চ্যাটের অভিজ্ঞতায়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপের সাম্প্রতিকতম বিটা আপডেটেড সংস্করণ ২.২৫.২০.১৭ এ এই আপডেটটি মিলবে।

যেভাবে কাজ করবে ফিচারটি

এত দিন পর্যন্ত কোনো গ্রুপের ভেতরে ঢুকলে দেখা যায় কেউ টাইপিং করছে কি না। এমনকি একাধিক ইউজার টাইপ করলেও সেই আপডেট পাওয়া যায়। কিন্তু এবার চ্যাট লিস্ট থেকেই দেখা যাবে কোন গ্রুপ চ্যাটে কে বা কারা এই মুহূর্তে মেসেজ টাইপ করছেন। তবে একের অধিক ইউজার মেসেজ রেকর্ড করলে তা অবশ্য জানা যাবে না এই ফিচার থেকে।

এ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কেবল একজনের নামই দেখাবে, যেমনটা আগে থেকেই দেখায়। সুতরাং টাইপিং আপডেট পেলেও ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে এখনো পুরনো অভিজ্ঞতাই হবে ব্যবহারকারীদের। তবে এই আপডেট কেবল গ্রুপ চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পাশাপাশি এটি এখনই আইওএস ব্যবহারকারীরা পাবেন না। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম