Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখতে যা করবেন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১০:৪৬ এএম

স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখতে যা করবেন

স্মার্টফোন। সংগৃহীত ছবি

বলা হয়, ইলেক্ট্রনিকস ডিভাইসের ভরসা নাই। উল্টো কথাও আছে—কোনো কিছুর যত্ন নিলে, তা ভালো ফল দেবেই। তেমনি হাতের প্রিয় ফোনটাও। তবে নানা কারণে স্মার্টফোনে সমস্যা দেখা যায়। অবহেলার কারণে হাত থেকে পড়ে ভেঙে যায়, অসতর্ক থাকার কারণে পানি ঢুকে যায়।

আরও কিছু আছে যা আমরা সহজে জানি না বা বুঝতে পারি না। কিন্তু কিছু কাজ আছে যা করলে আপনার প্রিয় ফোনটি দীর্ঘদিন চালাতে পারবেন। 

পোর্ট পরিষ্কার করুন

টুথপিক দিয়ে ধীরে ধীরে পোর্ট পরিষ্কার করুন। পাশাপাশি ফোনের স্পিকার ও মাইক্রোফোনে জমে থাকা ধুলাবালু একটি শুকনা ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নিন।

সব আপডেট ইনস্টল করুন

নিয়মিত সফটওয়্যার ও নিরাপত্তা আপডেট না করলে মোবাইল ফোনে ম্যালওয়্যার ঢুকে পড়তে পারে। এতে হ্যাকারদের নিরাপদ আশ্রয়স্থল হয়েও উঠতে পারে। তাই মোবাইল ফোন নিয়মিত আপডেট রাখুন।

ভালো কাভার ব্যবহার করুন

মোবাইল ফোন কেনার সঙ্গে একটি ভালো মানের কভার ও স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করলে ফোনটি দুর্ঘটনাজনিত যেকোনো ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবে। পরবর্তীকালে বিক্রি করার সময় ফোনের ভালো চেহারা দাম বাড়াতে সাহায্য করবে।

অপ্রয়োজনীয় অ্যাপ ও ছবি বাদ দিন

মোবাইল ফোনে দীর্ঘদিন জমে থাকা পুরোনো অ্যাপ, ভিডিও, ছবি—সবকিছুই ফোনের স্টোরেজ দখল করে রাখে। সে কারণে সেটি ক্রমেই ধীরগতির হয়ে যায়। ছবি ও ভিডিও ক্লাউডে ব্যাকআপ নিয়ে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন।

সূত্র: সি-নেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম