Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

যেভাবে লুকাবেন ইনস্টাগ্রাম পোস্টের লাইক

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম

যেভাবে লুকাবেন ইনস্টাগ্রাম পোস্টের লাইক

ইনস্টাগ্রাম। সংগৃহীত ছবি

ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে সব ধরনের পোস্টের লাইক এবং ভিউয়ের সংখ্যা গোপন রাখার অপশন চালু করেছে ইনস্টাগ্রাম। চাইলে সেটিং পরিবর্তন করে আপনিও আপনার পোস্ট করা ভিডিও, রিলস বা ছবির লাইক সংখ্যা গোপন রাখতে পারবেন।

ইনস্টাগ্রামে লাইক ও শেয়ারের সংখ্যা লুকাবেন যেভাবে—

  • স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন।
  • এবার স্ক্রিনের ডানে নিচের দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  • ওপরের ডান দিকে থাকা ‘তিনটি অনুভূমিক’ লাইনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
  • মেনুটি নিচের দিকে স্ক্রল করুন এবং ‘হোয়াট ইউ সি’ সেকশনটি খুঁজে বের করুন।
  • এই সেকশনে নিচে থাকা ‘লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ অপশনে ট্যাপ করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
  • এবার ‘হাইড লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করে ফিচারটি বন্ধ করে দিন। ফিচারটি বন্ধ করলে বাটনটি সাদা থেকে কালো রঙের হয়ে যাবে।

সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অনেকেই নিয়মিত ছবি, ভিডিও ও রিলস প্রকাশ করেন। এসব পোস্টে অন্যরা প্রতিক্রিয়া জানান ও মন্তব্য করেন। তবে, পোস্টে লাইকের সংখ্যা কম হলে মনে কষ্ট পাওয়ার পাশাপাশি বিব্রতও হন কেউ কেউ। তাই অনেকেই নিজেদের পোস্টে থাকা লাইকের সংখ্যা অন্যদের কাছে লুকিয়ে রাখতে চান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম