Logo
Logo
×

খেলা

ফ্রেঞ্চ ওপেনে জোকোভিচের রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৬:০৭ পিএম

ফ্রেঞ্চ ওপেনে জোকোভিচের রেকর্ড

নোভাক জোকোভিচ।ফাইল ছবি

ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড গড়লেন নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনে ১৯ বারের মতো কোয়ার্টার ফাইনালে উঠলেন সার্বিয়ান এই টেনিস তারকা। তিনি সরাসরি সেটে ক্যামেরন নরিরকে ৬-২, ৬-৩, ৬-২ গেমে পরাজিত করেন।

রোলাঁ গারোয় জোকোভিচের ১৯তম কোয়ার্টার ফাইনাল কোনও একক গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে রেকর্ড। তাছাড়া এই ম্যাচের মধ্য দিয়ে ফ্রেঞ্চ ওপেনে জয়ের সেঞ্চুরিও করেছেন। 

অনবদ্য এই রেকর্ড গড়ে ৩৮ বছর বয়সি জোকোভিচ বলেন,‘ভালো লাগছে। আমি জানি আরও ভালো খেলতে পারি। এটা অবশ্য দারুণ ব্যাপার। কিন্তু ১০১ নম্বর জয় পেলে সেটা আরও ভালো হবে। আমি নিজেকে সম্মানিত মনে করছি... কিন্তু আমার ধারাবাহিকতা প্রয়োজন।’

শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ ছিলেণ অনেক দিনের প্রতিদ্বন্দ্বী আলেক্সান্ডা জভেরেভ। তার বিপক্ষে সার্বিয়ানের জয়ের রেকর্ড ৮-৫। তবে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জোকোভিচ ইনজুরিতে রিটায়ার্ড হয়ে বিদায় নিয়েছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম