Logo
Logo
×

খেলা

আজ শুরু

সিনার-সাবালেঙ্কার অন্য চ্যালেঞ্জ

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনার-সাবালেঙ্কার অন্য চ্যালেঞ্জ

২০২৩ সালের ইউএস ওপেনের পর আর গ্র্যান্ড স্লাম জেতা হয়নি নোভাক জোকোভিচের। তবে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের আশা এখনো ছাড়েননি সার্বিয়ান টেনিস সম্রাট। আজ শুরু হতে যাওয়া বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হতে সময়ের সেরা দুই খেলোয়াড় ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজকে টেক্কা দিতে হবে ৩৮ বছর বয়সি জোকোভিচকে। টুর্নামেন্টের দুই বর্তমান চ্যাম্পিয়ন সিনার ও আরিনা সাবালেঙ্কার সামনে আবার অন্য চ্যালেঞ্জ। সেরেনা উইলিয়ামসের (২০১২ থেকে ২০১৪) পর গত এক দশকে ইউএস ওপেনের নারী এককে কেউ শিরোপা ধরে রাখতে পারেননি। এবার সেই ধারায় ছেদ টানতে চান নাম্বার ওয়ান সাবালেঙ্কা।

পুরুষ এককে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিলেন রজার ফেদেরার। এরপর কেউ টানা দুবারও শিরোপা জিততে পারেননি। ফ্লাশিং মিডোর রাজত্ব ধরে রাখতে এবার নতুন গল্প লিখতে হবে শীর্ষ বাছাই সিনারকে। শতভাগ ফিট না হওয়ায় তার চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে উঠতে পারে। তবে ফাইনালের আগে আলকারাজ বা জোকোভিচের মুখোমুখি হতে হবে না সিনারকে। নারী এককে সাবালেঙ্কার স্বপ্নভঙ্গের কারণ হতে পারেন ইগা সিওনতেক ও কোকো গফ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম