Logo
Logo
×

খেলা

গফের লড়াকু জয়

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গফের লড়াকু জয়

ইউএস ওপেনে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে প্রথম ম্যাচেই খাদের কিনারায় পৌঁছে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জিতলেন কোকো গফ। মঙ্গলবার অস্ট্রেলিয়ার আজলা টমলানোভিচকে ৬-৪, ৬-৭, ৭-৫ গেমে হারিয়েছেন মার্কিন কৃষ্ণকলি। দুই বছর আগে ইউএস ওপেন জিতেছিলেন গফ। তবে মেন্টর ম্যাট ড্যালিকে বাদ দিয়ে এবার নিউইয়র্কে এসেছেন তিনি গেভিন ম্যাকমিলানকে নিয়ে। সার্ভিসের উন্নতি করাই লক্ষ্য তার। তবে শুরু থেকেই বেশ অস্বচ্ছন্দ দেখাচ্ছিল গফকে। সার্ভিস করতে পারছিলেন না ঠিক করে। প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেটে একসময় ৪-২ গেমে এগিয়ে ছিলেন। সেখান থেকে টমলানোভিচ ঘুরে দাঁড়ান। তৃতীয় সেটে ফিরে আসেন গফ। ৫-৪ এ এগিয়ে থাকার সময় ‘ডাবল ফল্ট’ করেন। শেষ পর্যন্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেতেন। ম্যাচ শেষে বলেন, ‘সরাসরি সেটে জিততে পারতাম। নিজেই ম্যাচটা কঠিন করে ফেলেছি। ওর রিটার্নও ভালো হচ্ছিল। নিজের খেলায় খুশি নই। তবে দ্বিতীয় রাউন্ডে যেতে পেরে ভালো লাগছে।’ তৃতীয় বাছাই গফকে লড়াই করতে হলেও সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই ইগা সিওনতেক ও নাওমি ওসাকা। পুরুষ এককে শুভসূচনা করেছেন শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম