Logo
Logo
×

খেলা

জভেরেভের বিদায়

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জভেরেভের বিদায়

ইউএস ওপেনে অঘটন অব্যাহত। শনিবার রাতে পুরুষ এককের তৃতীয় রাউন্ডে হেরে গেছেন তৃতীয় বাছাই আলেক্সান্দার জভেরেভ। যদিও প্রত্যাশা মতোই শেষ ষোলোতে উঠেছেন, শীর্ষ বাছাই ইয়ানিক সিনার, মেয়েদের দ্বিতীয় বাছাই ইগা সিওনতেক, কোকো গফ ও নাওমি ওসাকা। এক সেট পিছিয়ে পড়লেও কানাডার ডেনিস শাপোভালোভকে ৩ ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ে সিনার হারিয়েছেন ৫-৭, ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে। তৃতীয় রাউন্ডে লড়াই করতে হলো সিওনতেককেও।

তিনি এক ঘণ্টা ৫৬ মিনিটের লড়াইয়ে ৭-৬, ৬-৪ গেমে হারিয়েছেন ২৯ নম্বর বাছাই আনা কালিনস্কায়াকে। প্রথম সেটে একসময় ১-৫ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন সিওনতেক। পরে লড়াইয়ে ফিরে ম্যাচ বের করে নেন তিনি। তৃতীয় বাছাই গফ অবশ্য সহজ জয় পেয়েছেন।

মার্কিন তারকা ৬-৩, ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন ২৮ নম্বর বাছাই পোল্যান্ডের ম্যাগডালেনা ফ্রেচকে। সিনার, সিওনতেক, গফের মতো তারকারা জয় পেলেও বছরের শেষ গ্র্যান্ড স্লাম থেকে ছিটকে গেলেন জভেরেভ। তিনি ২৫তম বাছাই কানাডার ফেলিক্স আগার-আলিয়াসিমের কাছে হারলেন।

চতুর্থ রাউন্ডে উঠতে পারলেন না ১৪তম বাছাই টমি পলও। তাকে হারিয়েছেন ২৩তম বাছাই আলেকজান্ডার বুবলিক। লড়াই করতে হলো রুবলভকেও। পুরুষদের ১৫ নম্বর বাছাই ২-৬, ৬-৪, ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছেন হংকংয়ের অবাছাই খেলোয়াড় কোলম্যান ওংকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম