টানা তৃতীয়বার ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইউএস ওপেনের ফাইনালে অ্যারিনা সাবালেঙ্কা। গতবারের চ্যাম্পিয়ন বেলারুশের সাবালেঙ্কা প্রথম সেট হেরেও তিন সেটের লড়াইয়ে হারান চতুর্থ বাছাই যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে। গতবারের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এই দুজন। কিন্তু এবার বদলা নিতে পারলেন না পেগুলা। এ নিয়ে পরপর তিনবার বছরের শেষ গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন সাবালেঙ্কা।
চ্যাম্পিয়ন হতে পারলে সেরেনা উইলিয়ামসের পর সাবালেঙ্কাই প্রথম খেলোয়াড় হবেন যিনি পরপর দুবার ইউএস ওপেন জিতবেন। সেরেনা ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত টানা তিনবার ইউএস ওপেনের খেতাব জিতেছিলেন। ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ আমান্ডা আনিসিমোভা।
অন্য সেমিফাইনালে যিনি নাওমি ওসাকাকে হারিয়েছেন।
