পিপি-ওসির বচসার অডিও ভাইরাল
একে অন্যকে ইস্তফা দিতে বললেন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মামলা না নেওয়ার জেরে বকশীগঞ্জ থানার ওসির সঙ্গে জেলা জজ আদালতের পিপির বচসার এক মিনিট ২৩ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে; যেখানে তারা একে অন্যকে পদ থেকে ইস্তফা দিতে বলতে শোনা যায়।
পিপি মোহাম্মদ আনিছুজ্জামান বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি।
জানা যায়, ২৬ এপ্রিল রাতে বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশিকুর রহমান তুলনকে একই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাদশা মিয়াসহ কিছু লোকজন মারধর করেন। এ ঘটনায় মামলা করা নিয়ে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদকে ২৮ এপ্রিল রাতে ফোন করেন পিপি আনিছুজ্জামান। তাদের কথোপকথনের ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে শোনা যায়। সেখানে একটি মামলা রুজু না করাকে কেন্দ্র করে ওসিকে শাসান বিএনপি নেতা আনিছুজ্জামান। তিনি মামলা নেওয়ার জন্য ওসিকে চাপ প্রয়োগ করেন। এমনকি ওসিকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তাকে চাকরি থেকে ইস্তফা দিতে বলতেও শোনা যায়।
জবাবে ওসিকে বলতে শোনা যায়-হুমকি দিয়েন না, আমি আপনারে ডরাই না। আপনি বিএনপির নাম ভাঙ্গায়ে কোর্টে গিয়ে আওয়ামী লীগের লোকগুলারে বিএনপি বানায়ে জামিন করাচ্ছেন। আপনি ইস্তফা নিয়ে নিন।
মামলা নিতে ওসিকে কোনো চাপ প্রয়োগ করা হয়নি দাবি করে পিপি আনিছুজ্জামান বলেন, ওসি খন্দকার শাকের আহমেদের তুচ্ছ তাছিল্ল্য উদ্ধুত্যপূর্ণ আচরণ অপেশাদার ও ফ্যাসিবাদীর বহিঃপ্রকাশ। তিনি ষড়যন্ত্র করার জন্য অডিও রেকর্ড ছড়িয়ে দিয়েছেন।
ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মামলা না নেওয়ার বিষয়টি সঠিক নয়। তিনি একজন আইনজীবী ও বিএনপি নেতা হয়ে পুলিশের সঙ্গে এমন আচরণ করতে পারেন না। তার আচরণ সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হওয়ার শামিল।
