Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সংবাদ ব্রিফিংয়ে নাহিদ ইসলাম

নিহতের সঠিক সংখ্যা জানাতে হবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিমান দুর্ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা জানানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সরকার আরও মানবিক এবং দায়িত্বশীল আচরণ করতে পারত। এছাড়া শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ঘটনার পর হতাহতদের তথ্য নিয়ে নানা বিভ্রান্তি রয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। সঠিক তথ্য প্রকাশ ও প্রচার করতে হবে। সরকারের কাছে যতটুকু তথ্য আছে, সেটি সঠিকভাবে প্রকাশ করা জরুরি। এতে গুজব ছড়ায় না। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কাছ থেকে আরও মানবিক এবং দায়িত্বশীল আচরণ আশা করা হয়েছিল। আরও দায়িত্বশীল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না। মধ্যরাতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষা উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, একটি সিদ্ধান্ত নিতে রাত ৩টা বেজে গেল। জরুরি মুহূর্তে সরকারের অন্য উপদেষ্টারা তাকে ফোন করে পাননি। যদি এমন সমন্বয়হীনতা থাকে তাহলে সমস্যা হবেই। এ সময় মাইলস্টোন শিক্ষার্থীদের দেওয়া ৬ দফা দাবির সঙ্গেও একাত্মতা পোষণ করেন তিনি।

লাশ গুমের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গতকাল রাত থেকেই লাশ গুমের অভিযোগ ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে সরকার স্কুল কর্তৃপক্ষের সহায়তায় সত্য প্রকাশ করতে পারত। বিশেষ করে ঘটনার সময় কতজন শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন, কতজনের মরদেহ উদ্ধার হয়েছে, কতজন নিখোঁজ রয়েছেন এসব বিষয়ে সঠিক তথ্য তুলে ধরা যেত। এতে সবাই সঠিক তথ্যটি পেতেন।

ঘটনার একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এক্ষেত্রে সত্য তথ্য জানার জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করা দরকার। এতে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি বিশেষজ্ঞ ও স্কুল কর্তৃপক্ষের সদস্য রাখা যেতে পারে। ব্রিফিংয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম