হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গুদারাঘাট এলাকায় কথিত পিকনিক পার্টি থেকে তাদের গ্রেফতার করে সেনাবাহিনী। এ সময় বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনীর ১০টি সেকশন অংশ নেয়। গ্রেফতাররা হলেন-মো. শফিকুল ইসলাম, মো. ইমরান আলী, মো. ইব্রাহিম, মো. বাবু হোসেন, মো. রিপন সরদার, মো. রমজান, মো. মোবারক হোসেন, মো. সিয়াম ও মো. সোহেল।
অভিযানের মূল লক্ষ্য ছিল গুদারাঘাট এলাকায় একটি চলন্ত লঞ্চে কিশোর গ্যাংয়ের কার্যকলাপ শনাক্ত ও তা প্রতিরোধ করা। অভিযানের সময় লঞ্চটি ঘিরে তল্লাশি চালানো হলে সেনাসদস্যরা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অপরাধমূলক সরঞ্জাম উদ্ধার করেন। উদ্ধার জিনিসপত্রের মধ্যে রয়েছে-১৭ লিটার অ্যালকোহল, ৪৮টি ইয়াবা ট্যাবলেট, ২৯ প্যাকেট হেরোইন, ৭৭ প্যাকেট গাঁজা, একাধিক দেশি ধারালো অস্ত্র, ২টি ইলেকট্রিক শক ডিভাইসসহ বিভিন্ন মাদকদ্রব্য ও সরঞ্জাম।
