Logo
Logo
×

আনন্দ নগর

আজ মুক্তি পেল ফেরদৌস-মৌসুমীর পোস্ট মাস্টার-৭১

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আজ মুক্তি পেল ফেরদৌস-মৌসুমীর পোস্ট মাস্টার-৭১

আজ থেকে তিন বছর আগেই ‘পোস্ট মাস্টার-৭১’ নামে মুক্তিযুদ্ধভিত্তিক একটি ছবির কাজ শেষ হয়।

২০১৬ সালেই ছবিটি মুক্তি দেয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে এর মুক্তি পিছিয়ে যায়।

অবশেষে সব জটিলতা কাটিয়ে আজ মুক্তি পেল ছবিটি। এ ছবির মাধ্যমে পোস্ট মাস্টাররূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ফেরদৌস। ছবিটি পরিচালনা করেছেন আবির খান ও রাশেদ শামীম। এ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী। ছবি প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ছবি।

বিজয়ের মাসে বিশেষ করে বুদ্ধিজীবী দিবসে ছবিটি মুক্তি পেল। আবেগের জায়গা থেকে দর্শকরা বেশ ভালোভাবেই ছবিটি গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস। তবে শুধু আবেগই নয়, ছবিতে দর্শকদের ভালো লাগার মতো উপাদানও আছে।

তাই সবাইকে অনুরোধ করব, আপনারা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখুন।’ অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এ নায়ক।

ছবিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রতি সবারই আলাদা আবেগ কাজ করে। এ ছবিতে অভিনয় করতে গিয়ে বারবার সেই না দেখা অতীতের কথা মনে করে বেশ বিষণ্ণ হয়ে পড়ছিলাম। খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করি দর্শকরা দেখে মুগ্ধ হবেন।’

ছবিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, শহীদুল আলম সাচ্চু, আল মনসুর, সানজিদ খান প্রিন্স প্রমুখ।

পোস্ট মাস্টার-৭১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম