সিনেমায় শিরিন শিলার ব্যস্ততা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
একসময় নাটকে অভিনয় করতেন শিরিন শিলা। এরপর ঢাকাই ছবির নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের বিপরীতে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ ছবিতে অভিনয় করেন। ছবিটি শাকিব খানের কল্যাণে সফলতার মুখ দেখার পাশাপাশি শিরিন শিলাও পেয়েছেন পরিচিতি। এরপর সিনেমা জগতের স্থায়ী আসন গড়ার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী এগিয়েও যান। সেই সুবাদে শাহীন সুমনের ‘মিয়া বিবি রাজি’ সিনেমায় নায়িকা হিসেবে কাজ করার সুযোগ পান। বর্তমানে সিনেমার কাজ নিয়েই ব্যস্ত এ নায়িকা। এরই মধ্যে শেষ করেছেন সাদেক সিদ্দিকীর নির্দেশনায় ‘সাহসী যোদ্ধা’ ছবির কাজ। এটি মূলত লেডি অ্যাকশননির্ভর একটি ছবি। এর ছবি প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘সাহসী যোদ্ধা ছবির গল্প চমৎকার। এবারই প্রথম আমি লেডি অ্যাকশননির্ভর কোনো ছবিতে অভিনয় করেছি। এতে আমার নায়ক ইমন। ছবিটি মুক্তি পেলে দর্শকের অনেক ভালো লাগবে আশা করছি।’ বর্তমানে ব্যস্ত আছেন অপূর্ব রানার ‘দরদ’ নামে একটি ছবি নিয়ে। এ ছবিতে তিনি প্রথমবারের মতো একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও শিলা অভিনয় করছেন ছটকু আহমেদের ‘এক কোটি টাকা’, মো. আসলামের ‘আমার সিদ্ধান্ত’ ছবিতে। শিগগিরই ‘ভেলকিবাজি’ নামে একটি ছবির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন শিরিন শিলা। এদিকে আজ এ অভিনেত্রীর জন্মদিন। দিনটি তিনি কাছের মানুষদের নিয়ে বিশেষভাবে উদযাপন করবেন বলে জানিয়েছেন তিনি।
