শেষ হচ্ছে নোয়াশাল
নেই এটিএম শামসুজ্জামান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আরটিভিতে প্রচারচলতি ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’। অভিনেতা মীর সাব্বিরের পরিচালনায় নাটকটির প্রচার প্রায় শেষ পর্যায়ে। আগামী সপ্তাহেই শেষ পর্ব প্রচার হবে বলে নির্মাতা জানান। এরই মধ্যে শেষ কয়েকটি পর্বের চিত্র ধারণও শেষ হয়েছে। এ নাটকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান। গত এপ্রিল থেকে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে অবস্থান করার কারণে নাটকটির নিয়মিত পর্বগুলোর শুটিং করতে পারেননি এ অভিনেতা। শেষ পর্যন্তও অপেক্ষা করেছেন নির্মাতা। কিন্তু সুস্থ হয়ে আসতে পারছেন না এটিএম। তাই তাকে ছাড়াই শেষ কয়েকটি পর্বের শুটিং করেছেন নির্মাতা। যদিও শুরু থেকেই এ নাটকের সঙ্গে ছিলেন বরেণ্য এ অভিনেতা। তাকে ছাড়া গল্পে পরিবর্তন এনে নাটকটির ইতি টানতে হচ্ছে পরিচালককে। এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘এটিএম ভাই আমাদের চলচ্চিত্র, নাটকের গর্ব। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা তিনি। আমার নোয়াশাল নাটকের অলংকার তিনি। শুধু তার কারণেই এ নাটকের জনপ্রিয়তা ছিল অনেক বেশি। গেল এপ্রিলে যখন তাকে নিয়ে শুটিংয়ের সিডিউল ঠিক করি তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। এখন অবশ্য তিনি সুস্থ আছেন। তবে ক্যামেরার সামনে দাঁড়ানোর মতো সুস্থ নন। আমার ভীষণ ইচ্ছে ছিল শেষদিন পর্যন্ত এটিএম ভাইকে নিয়ে শুটিং করার। কিন্তু সেটা আর হয়ে উঠল না। তারপরও তার আন্তরিক সহযোগিতার কথা কোনোদিন ভুলব না।’ নাটকটির শেষ পর্যায়ে থাকতে না পারার বিষয়ে এটিএম শামসুজ্জামান বলেন, ‘মীর সাব্বির অনেক ধৈর্য ধরে নাটকটি নির্মাণ করেছেন। ভালো একটি নাটক। নির্মাণ নিয়ে তার অধ্যবসায়কে আমি সাধুবাদ জানাই। শুরু থেকেই ছিলাম। শেষ অবধি না থাকতে পেরে কিছুটা কষ্ট লাগছে।’ সাত বছর আগে আরটিভিতে শুরু হওয়া এ নাটকটির ৮৭১তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হবে। এদিকে বর্তমানে এটিএম শামসুজ্জামান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। সর্বশেষ তিনি রাজধানীর আলী আজগর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার চিকিৎসায় প্রধানমন্ত্রী আর্থিক সহযোহিতাও করেছেন।
