Logo
Logo
×

আনন্দ নগর

ধ্রুব টিভিতে মি অ্যান্ড ইউ

প্রশংসিত আফরান নিশো ও তানজিন তিশা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রশংসিত আফরান নিশো ও তানজিন তিশা

ইদানীং টেলিভিশনের চেয়ে ইন্টারনেট মাধ্যমে প্রকাশিত নাটকগুলোর প্রতি দর্শকদের আগ্রহ বেশি লক্ষ করা যাচ্ছে।

টেলিভিশনে নির্দিষ্ট সময়ে প্রচার, বিজ্ঞাপন বিরক্তি- এসব কারণে দর্শকরা চাইলেই বিজ্ঞাপন এড়িয়ে যে কোনো সময় অনলাইনে প্রকাশিত নাটকগুলো দেখে নিতে পারছেন।

এ কারণেই অনলাইনে নাটকগুলো দর্শকদের কাছে খুব অল্প সময়েই প্রিয় হয়ে উঠছে। তেমনই একটি নাটক ‘ইউ অ্যান্ড মি’।

গেল কোরবানি ঈদ উপলক্ষে ইউটিউব চ্যানেল ধ্রুব টিভিতে প্রকাশ হয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত এ নাটকটি। এ নাটকে অভিনয় করেই ছোট পর্দায় জুটি হিসেবে বেশ আলোচিত আফরান নিশো ও তানজিন তিশা। এরই মধ্যে নাটকটি ৩৪ লাখেরও বেশি দর্শক দেখেছেন।

নাটকটি প্রসঙ্গে ধ্রুব টিভির কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘আমাদের চ্যানেলে প্রকাশিত আরও একটি ভালো গল্পের নাটক মি অ্যান্ড ইউ। চেষ্টা করছি ভালো ভালো গল্পের নাটক প্রযোজনা করতে। এরই মধ্যে আমাদের চ্যানেলে প্রকাশিত ইনকমপ্লিট ও দ্য লাইফ অব জলিল নাটকও দর্শক বেশ আগ্রহ নিয়ে দেখছেন।

আমি বিশ্বাস করি, গল্প ভালো হলে দর্শক তা দেখবেনই। কারণ দর্শক তার ব্যস্ত জীবনের অবসরে ভালো গল্পের নাটকই উপভোগ করতে চান।’

তিশা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম