নতুন ছবিতে তমা মির্জা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নতুন একটি ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় এটির নাম ‘ফ্রম বাংলাদেশ’। এ ছবিতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন তমা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের একটি গল্প নিয়ে এ ছবির গল্প তৈরি করা হয়েছে। এতে আমাকে ভিন্ন একটি গেটআপে দেখা যাবে। ছবিটি আমার অভিনয় ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। কারণ এর আগে দর্শক এমন চরিত্রে আমাকে কখনও দেখেননি। আমিও চেষ্টা করছি সামর্থ্যরে সবটুকু দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে। এতে বেশ কয়েকজন সিনিয়র অভিনয়শিল্পী কাজ করছেন। তাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাচ্ছি। আর পরিচালক তো সব সময়ই উৎসাহ জুগিয়ে যাচ্ছেন। আমার বিশ্বাস দর্শক ছবিটি আগ্রহ নিয়েই দেখবেন।’ বর্তমানে ঢাকার বাইরে ছবিটির শুটিং চলছে বলে জানিয়েছেন তিনি। একই পরিচালকের ‘নদীজন’ নামে একটি ছবিতে অভিনয় করে পার্শ্ব চরিত্রাভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা। এছাড়া আরও তিনটি ছবিতে অভিনয় করছেন তিনি। এগুলো হল আরিফুজ্জামান অরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ এবং শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপকাহিনী’, সাদাত হোসাইনের পরিচালনায় ‘গহিনের গান’। নতুন একটি ছবিতেও শিগগিরই চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন তিনি। সর্বশেষ মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার বিচারকের দায়িত্বও পালন করেন তমা। অন্যদিকে এখন টিভি অনুষ্ঠান উপস্থাপনাতেও দেখা যাচ্ছে তমা মির্জাকে। সম্প্রতি এশিয়ান টেলিভিশনে প্রচার শুরু হয়েছে তার উপস্থাপনায় নতুন অনুষ্ঠান ‘মেক মি বিউটিফুল’। এতে শুধু নারী তারকাদের হাজির করা হয়। দেশ টিভির ‘প্রিয়তমার প্রিয়মুখ’ অনুষ্ঠানটি দিয়ে উপস্থাপনায় অভিষেক হয় তার। এই কাজটির জন্যও প্রশংসিত তিনি।
