Logo
Logo
×

আনন্দ নগর

বাংলাদেশে চলছে আইরিন অভিনীত কলকাতার ছবি

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গতকাল থেকে দেশের ১৯টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চিত্রনায়িকা আইরিন অভিনীত ছবি ‘পদ্মার প্রেম’। ছবিটি চলতি বছর ২০ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গে প্রথম মুক্তি পায়। তবে সেটা সাফটা চুক্তির আওতায় নয়। ভারতীয় ছবি হিসেবেই সেখানে মুক্তি পেয়েছিল। তখন নাম ছিল ‘পদ্মার ভালোবাসা’। ভারতীয় কয়েকটি গণমাধ্যম এমন তথ্যই তখন জানিয়েছে। এবার বাংলাদেশে ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাদেশি প্রোডাকশন হিসেবে। স্বপ্নচূড়া ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে এটি প্রযোজনা করেছেন শাহআলম। বাংলাদেশে মুক্তির পর নাম বদলে রাখা হয় ‘পদ্মার প্রেম’। ছবিটি পরিচালনা করেছেন হারুন-উজ-জামান। এ ছবি প্রসঙ্গে আইরিন বলেন, ‘কলকাতায় মুক্তির পর এটি নিয়ে বেশ সাড়া পেয়েছি। ছবি দেখে অনেকে প্রশংসা করেছেন। এবার নিজ দেশে কেমন সাড়া পাই তার অপেক্ষায় আছি।’ তবে ছবিটি বাংলাদেশের প্রোডাকশন হিসেবেই জানেন বলে জানিয়েছেন আইরিন। কীভাবে কোন প্রক্রিয়ায় ভারতে আগে মুক্তি পেয়েছে সেটা নিয়ে বিশেষ কিছু জানেন না তিনি। বিষয়টি জানতে প্রযোজককে ফোন করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। তবে ছবিটি ভারতীয় বলে অস্বীকার করেন পরিচালক। তিনি বলেন, ‘আমরা বিশ্বের ১৫টি দেশে মুক্তি দেয়ার জন্য আগেই অনুমতি নিয়ে রেখেছি।’ এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, একই প্রযোজক পশ্চিমবঙ্গের কলকাতায়ও ছবি প্রযোজনা করেন। সেই সুবিধা কাজে লাগিয়ে তিনি ছবিটি কলকাতার প্রডাকশন হিসেবে সেখানে আগে মুক্তি দিয়েছেন। যার ফলে সাফটা চুক্তির আওতায় তাকে পড়তে হয়নি। এদিকে বাংলাদেশেও শুটিং করার সুবাদে দেশি মিডিয়াকে জানিয়েছেন এটি বাংলাদেশের ছবি। অন্যদিকে ভারতীয় মিডিয়াকে জানিয়েছেন এটি ভারতীয় ছবি, বাংলাদেশে শুধু কিছু অংশের শুটিং করা হয়েছে। বাংলা ভাষার পাশাপাশি ছবিটি ভারতের ওড়িষ্যা ও ভোজপুরি ভাষায়ও ডাবিং করা হয়েছে বলে জানা গেছে। এ ছবিতে সত্তর দশকের পদ্মা নদীর পাড় ঘেঁষা একটি গ্রামের মানুষের গল্প তুলে ধরা হয়েছে। এতে পদ্মা নামে গ্রামের চঞ্চল এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন আইরিন। তার বিপরীতে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত। এদিকে আইরিন অভিনীত ‘রোদ্র ছায়া’, গন্তব্য, ‘৩৫ মিলিমিটির’ ও কলকাতার ‘শিবরাত্রি’ নামে ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম