চলতি মাসেই মুক্তি পাচ্ছে স্পর্শিয়ার কাঠবিড়ালী
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অর্চিতা স্পর্শিয়া অভিনীত নতুন ছবি ‘কাঠবিড়ালী’। সম্প্রতি ছবিটি সেন্সর সনদপত্র পেয়েছে। এটি পরিচালনা করেছেন নেয়ামুল মুক্তা। তিনি জানিয়েছেন, ১০ ডিসেম্বর সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে বেশ প্রশংসা করেছেন। কোনো ধরনের কাটছাঁট ছাড়াই ছাড়পত্র দিয়েছেন তারা। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমাদের সবার ছবি। গত দুই বছর ধরে সবাই ছবিটি লালন করছি, বড় করছি। এবার ছবিটি মুক্তি দেয়ার অপেক্ষা। কাঠবিড়ালী নিয়ে আমাদের পুরো টিমের প্রত্যাশা অনেক। এর গল্প, দৃশ্যায়ন ও সবার অভিনয়- সবকিছুই দর্শকদের অন্য রকম অনুভূতি দেবে।’ প্রসঙ্গত, ২০১৭ সালের মার্চের প্রথম সপ্তাহে শুরু হয় ‘কাঠবিড়ালী’ ছবির শুটিং। নানা ধাপে টানা দুই বছর চিত্রায়ণের পর এবার মুক্তি পাচ্ছে এটি।
