এনটিভিতে নতুন ধারাবাহিক পরের মেয়ে
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে শুরু হয়েছে ‘পরের মেয়ে’ শিরোনামে নতুন একটি ধারাবাহিক নাটক। সৈয়দ জিয়া উদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করছেন হাবীব শাকিল। বউ শাশুড়ির গল্প মানেই এক ধরনের রেষারেষি। শ্বশুরবাড়িতে ছেলের বউকে পরের মেয়ে ভাবা হয়। নানা শারীরিক ও মানসিক যাতনার মধ্য দিয়ে বউদের দিনগুলো অতিবাহিত করতে হয়। আবার অনেক সময় বউরা স্বামীর বাবা-মাকে দূরে ঠেলে দেয়। এ নেতিবাচক বিষয় তুলে ধরা হয়েছে এ নাটকে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা, ইন্তেখাব দিনার, গোলাম কিবরিয়া তানভীর, শিশির আহমেদ, টয়া, শাওন, ইলোরা গওহর প্রমুখ। এটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে।
