বেতার নাটকে একসঙ্গে জামাই-শ্বশুর
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টিভি নাটকে মাঝেমধ্যেই এক নাটকে অভিনয়ে দেখা গেছে জামাই শাহেদ শরীফ খান ও শ্বশুর আবুল হায়াতকে। এবার প্রথমবার তারা বেতার নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘বেলা শেষের আলো’। নওশের আলীর প্রযোজনায় নাটকটির রেকর্ডিং গত সপ্তাহে সম্পন্ন হয়েছে। এটি চলতি মাসেই বাংলাদেশ বেতারে প্রচার হবে। এতে অভিনয় প্রসঙ্গে শাহেদ বলেন, ‘বেতার নাটকে বছরখানেক আগেও অভিনয় করেছি। এ গণমাধ্যমের নাটকের ভালো শ্রোতা আছে দেশজুড়ে। প্রথমবার বেতার নাটকে আমার শ্বশুর আবুল হায়াতের সঙ্গে অভিনয় করেছি। নাটকটির গল্প মুক্তিযুদ্ধ নিয়ে।’ আবুল হায়াত বলেন, ‘ভিজ্যুয়াল মিডিয়ার কাজের ব্যস্ততার কারণে বেতারে কম কাজ করা হয়। এ নাটকটির গল্প আমারই লেখা। শাহেদ একজন ভালো অভিনেতা হিসেবে পরিচিত। সবাই বেশ আগ্রহ নিয়েই নাটকটি শুনবেন বলে আশা করছি।’ অন্যদিকে টেলিভিশন নাটকে অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্মাতা হিসেবেও কাজ করছেন আবুল হায়াত। অন্যদিকে শাহেদ দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘ভালোবাসার আলো আঁধার’ এ অভিনয় করছেন। এছাড়া সম্প্রতি এসএ হক অলিকের পরিচালনায় ‘জায়গীর মাস্টার’ নাটকেও যুক্ত হয়েছেন তিনি।
