Logo
Logo
×

আনন্দ নগর

স্বাভাবিক জীবনের প্রত্যাশায় তারা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পুরো পৃথিবীতে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেশের মানুষের মধ্যেও বিরাট আতঙ্ক বিরাজ করছে। নিরাপদ জীবনের প্রয়োজনে অন্যদের মতো বিনোদন জগতের তারকারাও ঘরবন্দি সময় কাটাচ্ছেন। এই বন্দিজীবনে তাদের প্রত্যাশা, নিশ্চয়ই সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে আসবে। ঘরে বসে তাই মানুষকে সচেতন করার মধ্যেই দিন কাটছে তারকাদের। তাদেরই একজন চিত্রনায়িকা মৌসুমী। তিনি মানুষকে নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন ফেসবুকে লাইভে এসে। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘নতুন পৃথিবীতে হয়তো আমরা কেউ থাকব, কেউ থাকব না। করোনাভাইরাসের সঙ্গে যে যুদ্ধ, তাতে আমাদের জিততেই হবে। কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। সবার জন্য শুভ কামনা।’

আরেক অভিনেত্রী ঈশিতাও মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আমাদের তো ঘরে থাকার কথা। সরকার তো আর বাসায় বাসায় গিয়ে আমাদের ঘরবন্দি করে রাখতে পারবে না। আমরা প্রাপ্তবয়স্ক, তাই আমাদের ভালো-মন্দটা আমাদেরই বুঝতে হবে। আমার দুই সন্তানকে নিয়ে আমি ঘরের মধ্যেই নিরাপদে অবস্থান করছি। দুই বাচ্চার স্কুলের কাজ নিয়েই সময় কেটে যাচ্ছে আমার। পাশাপাশি রান্না করেও সময় কাটছে। কাজের ফাঁকে ফাঁকে বই পড়ছি। আমি বিশ্বাস করি সুন্দর দিন, ভালো দিন আবার ফিরে আসবে। যে যার ধর্মমতে আমরা যেন আল্লাহর কাছে সাহায্য চাই যেন এমন সময়টা কেটে গিয়ে ফিরে আসে স্বাভাবিক জীবন।’

গত ১৭ মার্চ থেকে ঘরের মধ্যেই নিরাপদ সময় কাটাচ্ছেন অভিনেত্রী বাঁধন। তিনি বলেন, ‘বাসায় আমার বাচ্চা এবং বাবা-মাকে বেশি সময় দিচ্ছি। নিজের প্রতিও খেয়াল রাখছি। আমাদের মিডিয়ার আগামী দিন কেমন হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এটা বলতে পারি আমরা একটা নতুন পৃথিবীতে প্রবেশ করব। সবার উদ্দেশে আমি একটি কথা বলতে চাই, প্রত্যেক নাগরিকের দায়িত্ব বাসায় থেকে সরকারের নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করা। আর সবারই যার যার অবস্থানে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করা যাতে যারা অভাবে আছে তাদের যেন কষ্ট লাঘব হয়। আমাদের উচিত পশু-পাখিকেও খাবার পানি দিয়ে সহযোগিতা করা।’

বিদ্যা সিনহা মিমও তার গ্রামের বাড়ি রাজশাহীর অনেক পরিবারকে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আমার নিজের অবস্থান থেকে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কিছু সহযোগিতার কথা মানুষ জেনে গেছেন। আবার নীরবে নিভৃতেও কিছু মানুষকে সহযোগিতা করছি যেটা কেউ জানেন না। ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ আমার, দয়া করে এই দুর্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াবেন না। এমন সংকট মুহূর্তে অবৈধভাবে টাকা কামানো থেকে বিরত থাকুন।’

পাশাপাশি এ চার তারকা করোনা দুর্যোগে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে যারা কাজ করছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম