ফরিদপুরে ত্রাণ দিচ্ছেন ফকির আলমগীর
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠী পড়েছে বিপাকে। এ দুঃসময়ে অনেকেই তাদের প্রতি সহায়তার হাত প্রসারিত করে ত্রাণ দিয়ে যাচ্ছেন। সেই মিছিলে শামিল হয়েছেন গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুই ইউনিয়নে তিনি নিজ অর্থায়নে ত্রাণ পৌঁছে দিয়েছেন দরিদ্র মানুষের মাঝে। রমজান মাসেও তিনি ফের এই ত্রাণ সহায়তা দেবেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, ‘গণমানুষের জন্যই লড়াই করছি দীর্ঘসময় ধরে। তবে আমার জীবনে এ ধরনের সংকট কখনও দেখিনি। এ সংকটে কর্মহীন নিু আয়ের মানুষ অবর্ণনীয় দুর্ভোগের মুখে পতিত হয়েছে। তাদের এ কষ্ট লাঘবের জন্য অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। বিপন্ন এ মানুষগুলোর মুখে যাতে হাসি ফোটে সেই প্রার্থনাই করছি আল্লাহর কাছে। সমাজের বিত্তশালীরা যেন এগিয়ে আসেন এ সময় এটাই কামনা করি।’ অন্যদিকে রাজধানীর নিজ বাড়িতেই অবস্থান করছেন এ সঙ্গীতশিল্পী। অবসরে লেখালেখির কাজ করছেন। এরই মধ্যে দুটি বই লেখাও শেষ করেছেন। বই দুটির নাম ‘করোনার ক্রান্তিকাল’ ও ‘এহরাম থেকে আরাফাত’। বই দুটি শিগগিরই প্রকাশ হবে বলে জানিয়েছেন তিনি।
