Logo
Logo
×

আনন্দ নগর

হ্যালো...

বেঁচে গেলে বন্ধু আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ বাড়াব

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। করোনাভাইরাসের কারণে বর্তমানে ঘরবন্দি আছেন। ঘরের কাজের পাশাপাশি নিজের পোষা কুকুরের সঙ্গেই খেলছেন। বিচিত্রভাবে সময় কাটছে তার। এসব নিয়েই আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি

Icon

হাসান সাইদুল

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

* ঘরবন্দি সময়গুলো কাটছে কীভাবে?

** প্রথম দিকে খুবই আতঙ্কিত ছিলাম। খুবই খারাপ লাগত। কিন্তু ধীরে ধীরে সয়ে গেছে সবকিছু। ভাবছি একদিন তো মরব, এটা নিয়ে ভয় কিসের। দেড় মাসের মতো ঘরবন্দি আছি। তবে সময়গুলো দীর্ঘ মনে হয়।

* ঘরবন্দি জীবনে অন্য সদস্যদের সঙ্গে নিশ্চয়ই বোঝাপড়াটা এখন বেশি হচ্ছে?

** তা তো হচ্ছেই। এটা নিয়ে, ওটা নিয়ে একটু পরপর ঝগড়া হয়। আবার দু-চার মিনিট পর ঠিক হয়ে যায়। কাছাকাছি থাকলে তো ঝগড়া হবেই। তবে কথা না বলেও থাকা যায় না। মাকেও খুব জ্বালাই আমি। মা বলেন, আমি তো করোনায় মরব না, তোর জ্বালায় মরব!

* বলছিলেন ছবি দেখেও সময় কাটে তো কোন ছবি দেখেন?

** অন্যান্য ছবি দেখি না তা বলা যাবে না। তবে আমাদের ছবিগুলোই আগে দেখি এবং বেশিই দেখি। এতে নিজের মধ্যে শেখার বিষয়টি চলে আসে। আমার অভিনীত ছবিগুলো দেখার পর পেছনের স্মৃতি খুব মনে পড়ে। আর বিদেশি ছবিও দেখি। পাশাপাশি ম্যাগাজিন অনুষ্ঠানও দেখি।

* দেশের সার্বিক পরিস্থিতির খবর রাখছেন?

** কেন নয়? তবে আমার না খুব রাগ হয়। আমাদের শাকিব খান, বলিউডের সালমান খানও কিছু মানুষের বাড়ি গিয়ে যদি অনুরোধ করেন, আপনারা ঘর থেকে বের হবেন না, তারপরও তারা ঘর থেকে বের হবে, রাস্তায় ঘুরবে। এর ফলে দেশের যে কতবড় ক্ষতি হতে চলছে তারা এটা টের পাচ্ছেন না।

* ক্ষতির বিষয়টি নিশ্চয় অনুমান করছেন?

** অনুমানের বিষয়টি বলতে পারব না। তবে এটি ঠিক যে, মানুষ অহরহ ঘোরাফেরা করছেন তাদের আপনজন যদি তাদের চোখের সামনে করোনায় মারা যায় তখন হয়তো তাদের হুশ হবে এবং সচেতন হবেন।

* চলচ্চিত্র জগতের মানুষগুলোর সঙ্গে যোগাযোগ আছে?

** হ্যাঁ, আছে। এখন ফেসবুকের যুগ। অনেকের সঙ্গেই চ্যাটিং হয়। অনেকেই আমার খবর নিয়েছেন। আমিও নেয়ার চেষ্টা করি।

* করোনা সংকটে অসহায়দের জন্য কিছু করেছেন?

** চেষ্টা করছি। লকডাউনের শুরুতে আমার এলাকা রাজশাহীতে দরিদ্র মানুষের মাঝে কিছু সহযোগিতা করেছি। রোজার মধ্যে রাজধানীতেই ত্রাণ সহায়তা দেয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছি। রোজার মধ্যবর্তী সময় থেকে এটি শুরু করব।

* হাতে থাকা ছবির খবর কী?

** লকডাউনের জন্য তো এখন সব কাজই বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও কাজ শুরু করব। এ মুহূর্তে হাতে আছে ‘নবাব এলএলবি’, স্বপ্নবাজী’, ‘ব্লাড’, ‘আমার মা আমার বেহেস্ত’। আরও কয়েকটি ছবিতে অভিনয়ের প্রাথমিক কথা হয়েছে তার। পরিস্থিতি স্বাভাবিক হলে এগুলোও চূড়ান্ত করব।

* রোজার নিজস্ব প্রস্তুতি কী আপনার?

** আসলে কখনও ভাবিনি রোজায় এভাবে মাসটি ঘরবন্দি হয়ে কাটাব। যদিও রোজার সময় ঘরে অনেক কাজ করতে হয়। কিন্তু এখন বাইরে যে আতঙ্ক ও অসহায় মানুষ রয়েছে তাই ভালো লাগছে না। তারপরও কিছু করার নেই। এ সময়ে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করি, যেন তিনি আমাদের এ মহাসংকট থেকে দ্রুত মুক্তি দেন।

* এবার বেঁচে গেলে কোন কাজটা প্রথম করবেন?

** যোগাযোগ বাড়াব বন্ধু আত্মীয়স্বজনদের সঙ্গে। যাদের সঙ্গে খুব একটা কথা হতো না।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম