Logo
Logo
×

আনন্দ নগর

রোজায় অসহায়দের সাহরি দিচ্ছেন স্বাগতা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা দুর্যোগ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি সমস্যায় আছেন নিু আয়ের মানুষেরা। কর্মহীন হয়ে পড়ায় এসব মানুষের দিন কাটছে কষ্টে। তবে এসব মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য সরকার থেকে শুরু করে অনেকেই এগিয়ে এসেছেন। তেমনই একজন হলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। রোজার এ সময়ে তিনি অসহায় মানুষদের জন্য সাহরি দিচ্ছেন। প্রথম রোজা থেকেই তিনি এ কাজটি করে যাচ্ছেন। এ প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘আমি হয়তো খুব বেশি মানুষের জন্য সাহরি তৈরি করতে পারছি না। কারণ বাসায় এ পরিস্থিতিতে কাজের মানুষ নেই। তাই নিজের সামর্থ্যরে সবটুকু দিয়েই কাজটি করার চেষ্টা করে যাচ্ছি। আমার রান্না করা খাবারগুলো স্বেচ্ছাসেবকরা এসে নিয়ে যাচ্ছেন। ওরা আমার মতো আরও অনেকের কাছ থেকেই খাবার সংগ্রহ করছেন। সেগুলো অসহায়দের মধ্যে বিতরণ করছেন। পুরো রমজান না হলেও অন্তত প্রথম দশদিন এ কাজটি করে যেতে চাই। তাছাড়া অন্যভাবেও সমস্যাপীড়িত মানুষগুলোকে সাহায্য করার পরিকল্পনা আছে আমার।’ এদিকে এ কঠিন সময়েও টিভির দুটি কুকিং শোয়ের অতিথি হবেন এ অভিনেত্রী। অনুষ্ঠান দুটির শুটিং হবে স্বাগতার নিজ বাড়িতে। অন্যদিকে একটি এনজিওর জন্য করোনা সচেতনতার ছোট ছোট ভিডিও বানাচ্ছেন তিনি। শিগগিরই এগুলো অনলাইনে প্রকাশ পাবে। লকডাউনের আগে নাটকে নিয়মিত অভিনয় করেছেন স্বাগতা। এছাড়া তার অভিনীত দুটি ছবি এরই মধ্যে প্রস্তুত। এগুলো হল নুরুল আলম আতিকের পরিচালনায় ‘মানুষের বাগান’ এবং গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপপুণ্য’।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম