Logo
Logo
×

আনন্দ নগর

ইনজুরি নিয়েই শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন স্পর্শিয়া

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

লকডাউনের কিছু দিন আগে বাম পায়ের ইনজুরিতে পড়েছিলেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এর জন্য বেশ কয়েকদিন শুটিং করতে পারেননি এ অভিনেত্রী। পরে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী চলার কারণে পায়ের ইনজুরি কমে আসে। ঠিক সে সময়ই আবার নতুন একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পান তিনি। অনন্য মামুনের পরিচালনায় নির্মিতব্য এ ছবির নাম ‘নবাব এলএলবি’। এটির কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান। স্পর্শিয়ার পায়ের সমস্যার কথা অবগত আছেন পরিচালক। তাকে সেভাবেই অভিনয় করাবেন বলে জানিয়েছেন। সবকিছু স্বাভাবিক গতিতেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে ছবিটির শুটিং আর শুরু করতে পারেননি পরিচালক। এতে করে স্পর্শিয়াও যেন কিছুটা হাঁফ ছেড়ে বাঁচেন। এর কারণে কিছু দিন বিশ্রাম নেয়ার সুযোগ পেলেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২৮ মার্চ থেকে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই কাজ আর শুরু করা যায়নি করোনার কারণে। মজার বিষয় এ ছবিতে আমার কোনো নাচ নেই। পরিচালক ঠিক সেভাবেই গল্প সাজিয়েছেন। লকডাউন উঠে যাওয়ার পর আবারও সিডিউল সমন্বয় করে শুটিংয়ে অংশ নেব। শাকিব ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। আশা করছি দর্শকদের ভালো কিছু দিতে পারব।’ অন্যদিকে নুরুল আলম আতিকের পরিচালনায় ‘মানুষের বাগান’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন এ অভিনেত্রী। এটি এখন মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া লকডাউনের এ সময়টাতে তিনি পারিবারিক কাজ নিয়েই ব্যস্ত আছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম