Logo
Logo
×

আনন্দ নগর

করোনা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শাহেদ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শাহেদ

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জনসচেতনতায় কাজ করছেন একঝাঁক পেশাজীবী মানুষ। শোবিজের মানুষও থেমে নেই।

তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। ভারতের কলকাতার জনপ্রিয় নির্মাতা রিঙ্গো ব্যানার্জি করোনা সচেতনতা নিয়ে তৈরি করেছেন একটি নান্দনিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

‘আই উইল ওয়েট’ শিরোনামের এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ২৭ অভিনেতা। যার মধ্যে ২৬ জন কলকাতার। বাকি একজনকে বাংলাদেশ থেকে নেয়া হয়েছে। তিনি হলেন শাহেদ শরীফ খান। কয়েকদিন আগে এটির কাজ শেষ করা হয়। গত শুক্রবার থেকে চলচ্চিত্রটি অনলাইনে প্রচার হচ্ছে।

এতে অভিনয় প্রসঙ্গে শাহেদ বলেন, ‘রিঙ্গো দাদার সঙ্গে অনেক আগে থেকেই আমার পরিচয়। গত বছর তার পরিচালনায় কলকাতায় সেনাপতি নামের একটি চলচ্চিত্রেও অভিনয়ের সুযোগ পাই। এটি এখনও মুক্তি পায়নি। তার আগেই আবারও আমাকে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী ঢাকা থেকে আমার ভিডিওটি পাঠিয়ে দেই। এভাবেই তৈরি হয় এটি।’

শাহেদ করোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম