Logo
Logo
×

আনন্দ নগর

করোনায় অমানবিকতা নিয়ে রাগিবের গান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা সন্দেহে সন্তানেরা গহিন জঙ্গলে ফেলে যাচ্ছে গর্ভধারিণী বৃদ্ধা মাকে। মায়ের লাশ পড়ে থাকে হাসপাতালের মর্গে, সন্তানেরা কেউ আসে না লাশ নিতে। মাত্র এক মাসের ভাড়ার জন্য বাড়িওয়ালা মাঝরাতে বের করে দেয় দুই মাসের বাচ্চাসহ এক পরিবারকে। চারপাশে এখন এমন অসংখ্য অমানবিকতার গল্প। এসব অবিশ্বাস্য অমানবিকতার চিত্র নিয়ে সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘মনপাড়া’ শিরোনামের নিরীক্ষাধর্মী মিউজিক ভিডিও গান। গানটির শিল্পী আফতাব রাগিব। এটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। সঙ্গীতায়োজন করেছেন মশিউর বাপ্পী। অনুপমা ফিরোজের ভাবনায় গানের ভিডিও বানিয়েছেন শিল্পী নিজেই। এ বিষয়ে আফতাব রাগিব বলেন, ‘এটা ঠিক গান নয়। ভিডিওটি কার্যত করোনাকালে মানবিক মানুষের ভয়ংকর অমানবিকতার মিউজিক্যাল তথ্যচিত্র।’ ভিডিওটি দেখা ও শোনা যাবে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম