এবার গীতিকার হয়ে আসছেন কবরী
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত চিত্রনায়িকা কবরী। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া রাজনীতির মাঠেও দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজনীতির চেয়ে শোবিজের দিকে বেশি মনযোগ তার। নতুন একটি সিনেমা নির্মাণ কাজ শুরুও করেছেন গত মার্চ থেকে। এর নাম ‘এই তুমি সেই আমি’। এ ছবির মাধ্যমে প্রথমবার গীতিকার হিসেবেও আত্মপ্রকাশ হচ্ছে এ অভিনেত্রীর। গানের শিরোনাম হল ‘তুমি সত্যি করে বলো তো’। গানটিতে কণ্ঠ দেবেন সাবিনা ইয়াসমিন। ছবিতে গান রাখা হয়েছে চারটি। মোহাম্মদ রফিকুজ্জামান লিখেছেন দুটি এবং গাজী মাজহারুল আনোয়ার লিখেছেন অন্য গানটি। কোনো গানেরই রেকর্ডিং হয়নি এখনও। ছবির সঙ্গীত পরিচালকের দায়িত্বে আছেন সাবিনা ইয়াসমিন। প্রথমবার গান লেখা প্রসঙ্গে কবরী বলেন, ‘আমি মূলত অভিনয় করতেই বেশি পছন্দ করি। তবে নানা ব্যস্ততায় সেই কাজটিও ইদানীং সেভাবে আর করা হয় না। দীর্ঘদিনের প্রস্তুতির পর একটি ছবি নির্মাণ শুরু করেছি। তবে ছবির গানের ব্যবহার নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ সুন্দর কিছু কথা মাথায় চলে আসে। সেগুলো লিপিবদ্ধ করে রাখি। সেটিই সংশোধন ও পরিমার্জন করে গানটি লিখেছি। আশা করছি ছবির সঙ্গে গানটিও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। লকডাউন উঠে গেলে দ্রুতই আবার কাজের প্রস্তুতি শুরু করব।’ ছবিটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে নবাগত দুই অভিনয়শিল্পীকে সুযোগ দেয়া হয়েছে। অন্যদিকে রবিন খানের পরিচালনায় ‘মন দেব মন নেব’ নামের একটি ছবিতে কয়েক বছর আগে অভিনয় করেছিলেন কবরী। এটি চলতি বছরের শুরুতে সেন্সর ছাড়পত্র পেয়েছে।
