স্টাফদের সঙ্গেই সময় কাটছে চম্পার
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনায় আক্রান্ত না হলেও আতঙ্কে আছেন জনপ্রিয় অভিনেত্রী চম্পা। দীর্ঘদিন ধরেই রাজধানীর বনানীতে নিজ বাসায় অবস্থান করছেন তিনি। গাড়ি চালককে ছুটি দিয়েছেন অনেক আগেই। তাই জরুরি কাজ থাকলেও বাইরে যাওয়ার উপায় নেই। তাছাড়া এ অভিনেত্রী জানালেন, দিন কাটছে আয়েশে, তবে আনন্দের নয়, আতঙ্কের। চম্পা বলেন, ‘এখন আমার ঘরের যে কয়েকজন স্টাফ (কাজের মানুষ) আছে তাদের সঙ্গে বেশিরভাগ সময় লুডু খেলি। মাঝে মাঝে সুযোগমতো গ্রামের মা-খালাদের মতো চুলে তেল দেই আমার স্টাফরাসহ। এভাবেই সময় কেটে যায়। কী করব আর। কিছুই তো করার নেই।’ আত্মীয়, প্রতিবেশীদের খবর রাখেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘খবর না রাখার মতোই তো সবকিছু। একই শহরে বাস করেও সশরীরে দেখা না করতে পারাটা তো খবর না রাখাই। ফোনে কথা বলে কি দেখার স্বাদ মেটে? তবু ফোনে কথা বলি, সাধ্যমতো কাছের মানুষগুলোকে সহযোগিতা করি। তবে সাহায্য কিংবা সহযোগিতার বিষয়ে কিছু বলতে চাই না।’ বড় দুই বোন সুচন্দা ও ববিতার সঙ্গে শেষ কবে দেখা হয়েছে জানতে চাইলে চম্পা বলেন, ‘প্রতিদিন কথা হয়। অডিও ভিডিও কথা হয়। কিন্তু সত্যিই তিন বোন কবে যে দেখা করছি এক নিঃশ্বাসে বলা কঠিন। সুচন্দা আপু আমেরিকা আছেন। ববিতা আপু গুলশানেই আছেন নিরাপদে। সবাই ভালো আছে তবে বাস্তবে দেখা করতে মনটা খুব পোড়ে।’ তিনি আরও বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি আমাদের দেশকে করোনামুক্ত করুক। সেইসঙ্গে অনেক ভালোবাসা, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই আমাদের পুলিশ ও চিকিৎসকদের যারা নিজেদের জীবন বাজি রেখে কাজ করছেন। অনেক ভালোবাসা সাংবাদিক ভাইবোনদের যারা অনেক ঝুঁকি নিয়ে আমাদের কাছে সংবাদ পৌঁছানোর কাজ করেন। এ বিষয়টি দেশের মানুষ একটু সচেতনভাবে ভাবলে ভালো হতো। মানুষ এখনও অহরহ বিনা কাজে রাস্তায় ঘুরছেন। আর ক’টা দিন ঘরবন্দি থাকলে অনেক ভালো হতো। জানি না সামনে কি হয়।’
