Logo
Logo
×

আনন্দ নগর

করোনায় আটকে গেল রওনকের দুই ছবির কাজ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাসের কারণে কত পরিকল্পনা যে বাতিল করা হয়েছে তার হিসেব পাওয়া খুব কঠিন। এ কারণে ভেঙেছে অনেক স্বপ্নও। বুক সমান উচ্চাশা নিয়ে দুটি নতুন ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন নাট্যাভিনেতা রওনক হাসান। কিন্তু করোনার ঝাপটায় তার সেই স্বপ্ন আটকে গেছে অনিশ্চয়তার দোলাচাল। দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’ এবং শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন এ অভিনেতা। অপারেশন সুন্দরবন ছবিটির শুটিং প্রায় শেষের পথে ছিল। এতে রওনক একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে বঙ্গবন্ধুর বায়োপিকে ‘শেখ কামাল’ চরিত্রের জন্য মনোনীত হন। কিন্তু এ ছবিটির কাজ কখন শুরু হবে সেটা এখনও জানা যায়নি। এ প্রসঙ্গে রওনক হাসান বলেন, ‘প্রত্যেক অভিনয়শিল্পীই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করেন। আমিও তার ব্যতিক্রম নই। এ ছবি দুটি নিয়ে আমি বেশ আশাবাদী। বিশেষ করে বঙ্গবন্ধুর বায়োপিকের চরিত্রটি আমার অভিনয় জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটির পরিচালকও আন্তর্জাতিকভাবে প্রশংসিত। তাই আমিও এতে অভিনয়ের সুযোগ পেয়ে নিজে আনন্দিত।’ অন্যদিকে চলতি মাসে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল। উদ্ভূত পরিস্থিতির কারণে এ কার্যক্রম স্থগিত আছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম