Logo
Logo
×

আনন্দ নগর

লকডাউনের পর বিজ্ঞাপনের কাজে মিম মানতাসা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় আসা মিম মানতাসা এখন অভিনয়ে নিয়মিত। লকডাউনের আগ পর্যন্ত একখণ্ডের নাটকেই তার ব্যস্ততা ছিল। ২০১৮ সালে প্রথম একটি বহুজাতিক কোম্পানির পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। এরপর আর এ ধরনের কাজ করা হয়নি তার। আবারও টিভি বিজ্ঞাপনে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মিম মানতাসা। এটি নির্মাণ করবেন আদনান আল রাজীব। করোনাভাইরাসের জন্য লকডাউন দেয়ার আগেই এর প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হলেও শুটিংয়ের আগেই সব কাজ বন্ধ হয়ে যায়। তাই অপেক্ষায় আছেন এই কাজ-সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে মিম মানতাসা বলেন, ‘বড় ক্যানভাসের কাজ না পাওয়ার কারণেই দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনে অভিনয় করা হয়নি। এই কাজটি ভালো লাগায় সম্মত হয়েছি। আশা করছি লকডাউন শেষ হলেই এটির শুটিং শুরু করা হবে বলে নির্মাতা আমাকে জানিয়েছেন।’ অন্যদিকে অসহায় মানুষের জন্য এরই মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন এ মডেল ও অভিনেত্রী। রোজার মধ্যেই আবারও ত্রাণ কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করছেন মিম মানতাসা। এছাড়া ভিডিও বার্তায় করোনা সচেতনতার কাজটিও চালিয়ে যাচ্ছেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম