ইউসুফের কণ্ঠে মান্না দে’র গান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
উপমহাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী মান্না দে’র শ্রোতাপ্রিয় গান ‘ও চাঁদ সামলে রাখো জোছনাকে’ এবার কণ্ঠে তুলেছেন এ প্রজন্মের সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান। ১৯৭৬ সালে পূজার অ্যালবামে মান্না দে এ গানটি গেয়েছিলেন। এটি লিখেছিলেন পুলক ব্যানার্জি এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন প্রবাস দে। করোনাভাইরাসের বর্তমান বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেই ইউসুফ আহমেদ খান রাজধানীর মিরপুরে তার নিজ বাসভবনেই গানটির রেকর্ডিং সম্পন্ন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রদ্ধেয় মান্না দে এক অমর নাম। সবার প্রাণে তার বিশেষ স্থান। এই গানটি নিয়ে আগে থেকে পরিকল্পনা থাকলেও কোভিড-১৯ অনেক কিছুই বদলে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত করে ফেললাম। সঙ্গীতায়োজন আরও একটু ঢেলে সাজানোর ইচ্ছে থাকলেও শেষমেশ লকডাউন অনেক কিছুই করতে দেয়নি। জানিনা কতটুকু ভালো হয়েছে। ভুল-ত্রুটিগুলো সবাই যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন।’ সম্প্রতি সাউন্ডহ্যাকারের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে।
