করোনা রোগীদের সেবায় নাট্য পরিচালক শেখ রুনা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসের প্রকোপ শুরুর সময় ঘোষণা দিয়েছিলেন এ ভাইরাসে আক্রান্ত রোগীর সেবা দেয়ার জন্য নিজেকে প্রস্তুত রেখেছেন নাট্য পরিচালক শেখ রুনা। যদি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা হাসপাতাল থেকে তাকে ডাকা হয় তিনি নির্দ্বিধায় কাজ করবেন। অবশেষে নিজের ওয়াদামতো সেই কাজ শুরুও করেছেন এ নাট্য পরিচালক। রাজধানীর মিরপুরে রিজেন্ট হাসপাতালে একজন সেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন কয়েকদিন আগে থেকে। ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আঘাত পাওয়া শেখ রুনার পাশে দাঁড়িয়েছিল এই রিজেন্ট হাসপাতালই। এবার তাদের ডাকে সাড়া দিয়ে করোনা রোগীদের সেবাদানে হাসপাতালটিতে কাজ শুরু করেছেন শেখ রুনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৭ সালে একটি সড়ক দুর্ঘটনায় আমার সঙ্গে থাকা বেশিরভাগ মানুষই মারা গিয়েছিলেন। আল্লাহর বিশেষ রহমতে আমি বেঁচে যাই। তাই নিজের জীবনটাকে মানুষের জন্য নিবেদিত করতে চেয়েছি সবসময়। করোনায় আক্রান্ত রোগীদের সেবাদানে পাশে থাকতে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শ্রদ্ধেয় শাহেদ ভাইয়ের অনুপ্রেরণায় এগিয়ে এলাম। দেশব্যাপী করোনা মহামারী আকার ধারণ করায় মানুষের সম্মুখে এসে কাজ করছি। মানুষের জন্যই নিজের জীবনকে উৎসর্গ করে যেতে চাই।’
