লোপার কণ্ঠে রুনা লায়লার গান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনার দিনে ঘরে বসেই শিল্পীরা নিজেদের কণ্ঠে গান তোলার চেষ্টা করছেন। এদেরই একজন লোপা হোসেইন। তিনি প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার গাওয়া ‘যখন থামবে কোলাহল’ গানটি নিজের কণ্ঠে তুলেছেন। গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানিয়েছেন এ সঙ্গীতশিল্পী। এ প্রসঙ্গে লোপা বলেন, ‘সম্প্রতি আমারই নামে একটি ইউটিউব চ্যানেল তৈরি করি। সেখানে প্রথম আপলোড করেছি শ্রদ্ধেয় কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ম্যামের গাওয়া, আমার সঙ্গীত শিক্ষা গুরুদের অন্যতম প্রয়াত স্বর্গীয় সুরকার সুবল দাসের সুর করা এবং গীতিকার মাসুদ করিমের লেখা আমার ভীষণ পছন্দের এ গানটি। গানটি কেমন হল সেটা শ্রোতারাই বলবেন।’
