Logo
Logo
×

আনন্দ নগর

জাদুশিল্পী শাহীন শাহের পাশে এবার সালামত উল্লাহ রিসার্চ ফাউন্ডেশন

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জাদুশিল্পী শাহীন শাহের পাশে এবার সালামত উল্লাহ রিসার্চ ফাউন্ডেশন

শুধু কর্মহীন ও অসচ্ছল জাদুশিল্পীই নয়, অসহায় ও দুস্থ মানুষের পাশেও দাঁড়ানোর চেষ্টা করছেন আরেক জাদুশিল্পী শাহীন শাহ। সমাজের বিত্তবান মানুষদের কাছ থেকে অনুদান এনে সেটা গরিব দুস্থদের মধ্যে বণ্টন করছেন তিনি। এবার তার এ কার্যক্রমে পাশে দাঁড়ালেন সালামত উল্লাহ খান রিসার্চ ফাউন্ডেশনের (নারায়ণগঞ্জ) চেয়ারম্যান সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ হাসান মিয়া। প্রতিষ্ঠানটির ব্যানারে এরই মধ্যে শাহীন শাহের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষদের জন্য অনুদান দেয়া হয়েছে বলে জানিয়েছেন এ জাদুশিল্পী। এ প্রসঙ্গে শাহীন শাহ বলেন, ‘আমি প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবান মানুষদের কাছে কর্মহীন অসচ্ছল জাদুশিল্পী ও দুস্থ মানুষদের জন্য সাহায্যের আবেদন করে আসছি করোনা সংকট শুরুর পর থেকেই। আমার ডাকে সাড়া দিয়ে এবার মোহাম্মদ হাসান মিয়া আমাদের অনুদান দিয়েছেন। এভাবে যদি আমাদের দেশের সামর্থ্যবান মানুষ এগিয়ে আসেন তবে অসহায় এ দরিদ্র মানুষগুলোকে খালি পেটে থাকতে হয় না। যদি সবাই আমরা এ মানসিকতা নিয়ে দাঁড়াতে পারি তবে আমাদের এ সংকট থাকবে না বলে আমি বিশ্বাস করি।’

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম