নাট্যকর্মীদের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসের প্রভাবে অনেক কর্মক্ষম মানুষ বেকার হয়ে পড়েছেন। বিশেষ করে যারা দৈনিক ভিত্তিতে কাজ করতেন, তাদের অবস্থা বেশি শোচনীয়। নাট্যাঙ্গনেও এ রকম দিনভিত্তিতে কাজ করা লোকের সংখ্যা কম নয়। প্রায় দুই মাস ধরে এই মানুষগুলো কর্মহীন হয়ে আছেন। তাদের এ মানবেতর জীবনযাপনে অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু তাতেও সংকট শেষ হচ্ছে না। এ ধরনের নাট্যকর্মীদের সহায়তার জন্য তিনটি অনলাইন নাটক নির্মাণের প্রস্তুতি চলছে। আর এ উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করছেন নাট্য পরিচালক আবু হায়াত মাহমুদ। সবার কাছ থেকে নাটকগুলোর জন্য গল্প আহ্বান করা হয়েছিল। বেশকিছু ভালো নাটকের গল্পও জমা হয়েছে এরই মধ্যে। গল্পগুলো নির্বাচিত করার জন্য চারজনের একটি প্যানেলও তৈরি করা হয়েছে। এতে কাজ করছেন মাসুম রেজা, মাসুম শাহরিয়ার, শফিকুর রহমান শান্তনু ও নাজিম উদ্দৌলা। এখন গল্প বাছাইয়ের কাজ চলছে। চলতি সপ্তাহেই নাটকগুলোর নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। এগুলোতে অভিনয়ের জন্য প্রথম সারির অনেক অভিনয়শিল্পীই আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আনিসুর রহমান মিলন প্রমুখ। এ প্রসঙ্গে আবু হায়াত মাহমুদ বলেন, ‘করোনার কারণে অসচ্ছল নাট্যকর্মীদের সহায়তার জন্যই এ কাজটি করার পরিকল্পনা হাতে নিয়েছি। দশ মিনিট ব্যাপ্তির নাটকগুলো বিক্রি করা হবে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে। আর এ কাজের সঙ্গে যুক্তরা বিনা পয়সায় কাজটিতে যুক্ত আছেন। নাটকগুলোর শুটিং হবে যার যার বাসায়। পরে এগুলো সংগ্রহ করে সম্পাদনা করে বিক্রি করা হবে। এখন পর্যন্ত অভিনয়শিল্পীদের পক্ষ থেকে আশাব্যঞ্জক সাড়া পেয়েছি। অনেকেই যোগাযোগ করে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেও হয়তো সবাইকে নেয়া সম্ভব না-ও হতে পারে।
