করোনায় আটকে গেছে বিউটির ছয় নতুন গান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসের কারণে অনেকের অনেক পরিকল্পনাই বাতিল হয়ে গেছে। কর্মজীবীদের বেশিরভাগই কার্যত বেকার হয়ে আছেন। সঙ্গীতশিল্পী বিউটিও ক্ষতিগ্রস্ত হয়েছেন করোনার কারণে। লকডাউন শুরুর আগে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছিলেন গান নিয়ে। ছয়টি গান তৈরি করেছিলেন তিনি। সাইফুল্লাহ রুমির লেখায় চারটি এবং জামাল হোসেনের লেখায় দুটি গানের অডিও ভার্সনের কাজ শেষ করা হয় মার্চের শুরুর দিকেই। এরপরই সেগুলোর ভিডিও তৈরির পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই করোনায় ভিডিও’র কাজ বন্ধ হয়ে যায়। তাই ১৭ মার্চ থেকে হোম কোয়ারেন্টিনে চলে যান তিনি। বাইরের সব কাজ বন্ধ করে দিয়ে বর্তমানে ঘরেই অবস্থান করছেন এ সঙ্গীতশিল্পী। এ প্রসঙ্গে বিউটি বলেন, ‘এমন একটি পরিস্থিতি দেখতে হবে তা কল্পনাও করিনি কখনও। যেহেতু লকডাউন চলছে, তাই এটা মেনে নেয়া ছাড়া অন্য কোনো পথ নেই। আল্লাহর কাছে প্রার্থনা করছি, দ্রুতই যেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন তিনি। লকডাউনের আগেই নতুন গানগুলো করেছি। কিন্তু সময়মতো প্রকাশ করতে পারিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে এগুলো প্রকাশ হবে। গানগুলো শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ অন্যদিকে গত বছরের শেষের দিকে ‘কৃষ্ণকালিয়া’ নামের তার একক একটি গান প্রকাশ হয়। এই গানের জন্য চলতি বছর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড লাভ করেন এ সঙ্গীতশিল্পী।
