বশির আহমেদের প্রার্থনা সঙ্গীত নতুন আঙ্গিকে
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রয়াত সঙ্গীতশিল্পী বশির আহমেদের একটি প্রার্থনা সঙ্গীত নতুন সঙ্গীতায়োজনে আসছে। ‘তুহি মওলা তুহি দাতা’ শিরোনামের এই গানটি তারই লেখা। সুর ও সঙ্গীতায়োজনের কাজটিও তিনিই করেছিলেন। গানটি মূলত একটি ক্লাসিক্যাল বন্দিস। তিনি যখন তার নতুন গানের ছাত্রদের তালিম দিতেন তখন এ গানটি দিয়েই পাঠদান শুরু করতেন। সেই গানটির সুর অবিকৃত রেখে আধুনিক ঢঙে আনছেন তার ছেলে রাজা বশীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবার এ গানটি তার ছাত্রদের কাছে বেশ জনপ্রিয় ও প্রচলিত। তার এ গানটিই আবার রেকর্ড করা হবে। এতে কণ্ঠ দেবেন সারগাম মিউজিক্যাল একাডেমির ৩৫ শিক্ষার্থী। এরই মধ্যে গানটি রেকর্ড করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই এটি প্রকাশ করতে পারব।’ অন্যদিকে বশির আহমেদের লেখা ও সুর করা তার অপ্রকাশিত শেষ গান ‘মওলা জানে আল্লাহ জানে’ সম্প্রতি রাজা বশীর ও হুমায়রা বশিরের কণ্ঠে প্রকাশ হয়েছে সারগাম সাউন্ড স্টেশনের ইউটিউব চ্যানেলে।
