কোয়ারেন্টিনে নাটক লিখছেন কর্মহীন সোহেল আরমান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসের প্রকোপে অবরুদ্ধ হয়ে পড়েছেন অনেকেই। এ সময় যাদের দম ফেলার ফুরসত থাকত না, তারাই এখন অখণ্ড অবসরে আছেন। কেউ কেউ কাজ করলেও অনেকের সে সুযোগটিও নেই। অন্যদের মতো নাট্যকার, নির্মাতা, গীতিকার ও অভিনেতা সোহেল আরমানও এ দুর্যোগে কোণঠাসা হয়ে পড়েছেন। কাজ না থাকায় ভবিষ্যৎ সময় নিয়ে বেশ উদ্বিগ্ন তিনি। উপার্জনের পথ বন্ধ থাকলে কীভাবে জীবনযাপন করবেন তা নিয়েও বেশ চিন্তিত এই শোবিজ কর্মী। এ প্রসঙ্গে সোহেল আরমান বলেন, ‘আমি একজন মিডিয়াকর্মী। এটির মাধ্যমেই জীবিকা অর্জন করি। কিন্তু হঠাৎ করেই করোনাভাইরাসের প্রভাবে সব কাজ বন্ধ হয়ে যায় আমার। এভাবে যদি দীর্ঘদিন চলতে হয় তাহলে খুব কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সামনেই ঈদ। এ সময়টায় আমার অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল। কিন্তু কিছুই করতে পারছি না। তাই অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ দেখছি না।’ অন্যদিকে এই অবসর সময়ে নাটক লেখার কাজ নিয়েই সময় অতিবাহিত করছেন। এছাড়া লকডাউন শুরুর আগেই দুটি খণ্ড নাটক নির্মাণ করেছিলেন তিনি। একটির নাম ‘দোটানা’। অন্যটির নাম ‘মিথ্যে প্রেম’। এগুলো আগামী ঈদে দুটি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন তিনি।
