Logo
Logo
×

আনন্দ নগর

নজরুলের জন্মদিনে ফেরদৌস আরার একক সঙ্গীতানুষ্ঠান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা সংকটকালীন ঘরবন্দি হয়ে পড়া তারকারা নানাভাবে নিজেদের ব্যস্ত রাখার চেষ্টা করছেন। তবে এই কঠিন সময়েও গানের সঙ্গেই আছেন জনপ্রিয় নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। আগামী ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবির জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ের আয়োজনে একটি একক সঙ্গীতানুষ্ঠান করেছেন তিনি। পাঁচটি গান দিয়ে সাজানো এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। এতে ফেরদৌস আরা ‘নাই হলো মা বসন ভূষণ এই ঈদে’, ‘শাওন আসিল ফিরে’, ‘খেলিছ এ বিশ্বলয়ে’, ‘পথহারা পাখি’ ও ‘গঙ্গা সিন্ধু নর্মদা’ গানগুলো গেয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার যেহেতু বিরূপ পরিস্থিতি, তাই ব্যাপক আয়োজনে হয়তো জাতীয় কবি নজরুলের জন্মদিন পালিত হবে না। তবে প্রতিকূল পরিবেশেও আমি একটি একক সঙ্গীতানুষ্ঠান করেছি। অনুষ্ঠানটির শুটিং করা হয়েছে আমার বাসায়। সেভাবে জমকালো সেট না থাকলেও সাবলীলভাবেই গান গেয়েছি এ অনুষ্ঠানে। আশা করছি, দুর্যোগের এই সময়ে কিছুটা হলেও দর্শকশ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে পারব।’ অন্যদিকে এই শিল্পীর পরিচালনাধীন সঙ্গীত শিক্ষার স্কুল ‘সুরসপ্তক’র কাজ নিয়েও তার কিছুটা ব্যস্ততা আছে। কাজী নজরুলের জন্মদিন থেকেই সুরসপ্তকের ফেসবুক লাইভ শুরু করবেন তিনি। এতে দেশের প্রথিতযশা শিল্পীরা হাজির থাকবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতা তৈরির কাজও নিয়মিত চালিয়ে যাচ্ছেন ফেরদৌস আরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম