নেতিবাচক চারিত্রিক আচরণের জন্য হিরো আলমকে বাদ দিয়েছি
অনন্ত জলিল
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ছবি সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গত কয়েকদিন ধরে ঢাকাই সিনেমাপাড়ায় চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল ও অশ্লীল এবং কুরুচিপূর্ণ মিউজিক ভিডিও দিয়ে ভাইরাল হওয়া হিরো আলমকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।
হিরো আলমকে নিয়ে অনন্ত জলিল নতুন একটি সিনেমা বানাবেন বলে ঘোষণা দেয়ার পর থেকেই এ তর্ক-বিতর্কের শুরু। ছবিতে অভিনয়ের জন্য আলমকে ৫০ হাজার টাকার সাইনিং মানিও দিয়েছেন। তবে শেষ পর্যন্ত বিভিন্ন সমালোচনার কারণে হিরো আলমকে ছবি থেকে বাদ দিয়েছেন অনন্ত।
এ নিয়ে তিনি ফেসবুকে তার ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাস দিয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সিংহভাগ বিনোদন সাংবাদিক এবং চলচ্চিত্র পরিবারের সব গুণীজন হিরো আলমকে নিয়ে সিনেমা বানানোর বিষয়ে আপত্তি জানাচ্ছেন। সম্প্রতি তার কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সবাই আবারও আমাকে নিষেধ করছেন, তাকে নিয়ে যেন সিনেমা না বানাই। সবসময় আমি বিব্রত হচ্ছি, তার এসব বিতর্কিত বিষয়ের জন্য।
দীর্ঘদিন ধরে আমি চলচ্চিত্র অঙ্গনে সম্মানের সঙ্গে কাজ করে আসছি, চলচ্চিত্রের প্রতিটি সংগঠনের সঙ্গে ভালো সম্পর্ক আছে, প্রতিটি সংগঠনই আমাকে সম্মানের চোখে দেখে। তাই এ সম্মান রক্ষার্থে, বিতর্কিত কাউকে নিয়ে আমি সিনেমা বানাতে চাই না।’
পাশাপাশি তিনি তার বক্তব্যে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে হিরো আলমের বিরোধের বিষয়টি তুলে ধরে বলেন, ‘কিছুদিন আগে আমি নিজ উদ্যোগে জায়েদ খানের সঙ্গে হিরো আলমকে মিল করিয়ে দিয়েছিলাম এবং সোনারগাঁও হোটেলে তাদের নিয়ে একসঙ্গে লাঞ্চ করেছি। মীমাংসা করে দেয়ার পরও একই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় হিরো আলম মন্তব্য করছেন যা মোটেও কাম্য নয়। আমার এত ব্যস্ততার মাঝেও আমি তাকে পাশে বসিয়েছিলাম, সে আমার মর্যাদা বোঝেনি।
এ ধরনের নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষের সঙ্গে আমার কাজ করা সম্ভব নয়। তাই তাকে বাদ দিয়েছি।’ আগেই তো তাকে নিয়ে নেতিবাচক ধারনা রয়েছে মানুষের মধ্যে, তবুও তাকে নিয়ে কেন কাজ করতে চেয়েছেন? এমন প্রশ্নের জবাবে অনন্ত বলেন, ‘এটা ঠিক তাকে নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ভাবনা রয়েছে। আমি ভাবলাম, ছেলেটা যেহেতু কষ্ট করে এ পর্যন্ত এসেছে, তাই তাকে বুঝিয়ে-শুনিয়ে ভালো একটা ইমেজ তৈরি করে দেই। তাহলেই হয়তো তার উপকার হবে।
মানুষের মনের মধ্যে ঢুকতে পারবে; কিন্তু সে আসলে সেটি বোঝেনি। তাছাড়া সে যে অশ্লীলভাবে ভিডিওতে কী সব করেছে, আবার সেটি স্বীকারও করেছে, তাকে নিয়ে আর বেশি দূর এগোনো সম্ভব নয় বলে আমার কাছে মনে হয়েছে। তাই বাদ দিয়েছি। এখানে ইমোশনের কোনো দাম নেই। আপনি যাকে নিয়ে কাজ করবেন, তাকেও আপনার মর্যাদা বুঝতে হবে।’
এদিকে হিরো আলম সোশ্যাল মাধ্যমে বিভিন্ন বক্তব্যে বলছেন তাকে ব্যবহার করা হয়েছে। এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আমার নিজের কাজের প্রচারণা করেই তো সময় পাই না। অন্যকে ব্যবহার করব কী? আর যে মানুষ বলেন তাকে ব্যবহার করা হয়েছে, তার মানে তিনি জানেন ব্যবহার শব্দটা কী। তাহলে যত্রতত্র ব্যবহার হওয়ার জন্য তিনি যান কেন? যাই হোক, যেটা বাদ দিয়েছি সেটা নিয়ে আর কথা বাড়াতে চাই না। ’
