Logo
Logo
×

আনন্দ নগর

গান নাটক ও সিনেমায় হুমায়ূন আহমেদকে স্মরণ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গান নাটক ও সিনেমায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ছবি সংগৃহীত

আজ প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুবাষির্কী। দিনটিতে তাকে স্মরণ করা হবে তারই নির্মিত বিভিন্ন নাটক ও সিনেমা প্রচারের মাধ্যমে। এ উপলক্ষে চ্যানেল আই সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে। এর মধ্যে রয়েছে সকাল ৭টা ৩০ মিনিটে সরাসরি গানের অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’।

এ অনুষ্ঠানে অংশ নেবেন সেরাকণ্ঠের মীর, ক্ষুদেগানরাজ স্বর্ণা ও বাংলা গানের শিল্পী শারমীন। অনুষ্ঠানটির পরিচালক মোস্তাফিজুর রহমান নান্টু জানিয়েছেন শিল্পীরা হুমায়ূন আহমেদের নির্বাচিত গান পরিবেশন করবেন। দুপুর ১২টা ৩৫ মিনিটে প্রচার হবে তারকাকথন সরাসরি।

এটি পরিচালনা করবেন অনন্যা রুমা। বিকাল ৩টা ৫ মিনিটে দেখানো হবে হুমায়ূন আহমেদ নির্মিত ছবি ‘নয় নম্বর বিপদ সংকেত’। এতে অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, চ্যালেঞ্জার, তানিয়া আহমেদ, দিতি, স্বাধীন খসরু, শবনম পারভীন, চৈতী, মাজনুন মিজান, রূপক, ফারুক আহমেদ প্রমুখ। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদ নির্মিত নাটক ‘মায়াবতী’। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বিপাশা হায়ত, মোজাম্মেল হোসেন, ফারুক আহমেদ দীহান, এম. আর. জুনায়েদ মিঠু প্রমুখ। অন্যান্য টিভি চ্যানেলগুলোতে দিনটির বিভিন্ন সময় এই লেখকের লেখা, নির্মিত গান, নাটক ও সিনেমা প্রচার করা হবে বলে জানা গেছে।

 

হুমায়ূন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম