Logo
Logo
×

আনন্দ নগর

পর্দায় খালেদ মোশাররফ হয়ে আসছেন আগুন

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পর্দায় খালেদ মোশাররফ হয়ে আসছেন আগুন

ছবি সংগৃহীত

করোনাকালে এমনিতেই কাজ কম হচ্ছে। নাটকের শুটিং হলেও ছবির কাজ একদমই বন্ধ। তবে এ দুর্যোগের মধ্যেই নির্মিত হচ্ছে একটি শর্টফিল্ম। এর নাম ‘১৯৭৫’। পরিচালনা করছেন শামীম আহমেদ রনি।

১৯৭৫ সালের ১৪ ও ১৫ আগস্ট দিন দুটিতে দেশের রাজনৈতিক অঙ্গনে কী ঘটেছিল, তা নিয়েই এ শর্টফিল্মটির গল্প তৈরি করা হয়েছে। এতে মুক্তিযুদ্ধে কে ফোর্সের প্রধান মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের চরিত্রে অভিনয় করেছেন সঙ্গীতশিল্পী আগুন। এর মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয় নিয়ে ক্যামেরায় দাঁড়ালেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এর শুটিং হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে আগুন বলেন, ‘গান নিয়েই বেশি ব্যস্ত থাকি। তবে ভালো গল্পের নাটক কিংবা ছবিতে অল্প বিস্তর কাজ করি মাঝে মধ্যে। এ শর্টফিল্মটির গল্প এবং চরিত্র দুটোই ভালো লাগায় কাজ করলাম। রাজনৈতিক গল্পের এ ফিল্মটি আশা করছি দর্শকের ভালো লাগবে। কারণ সুনির্দিষ্ট কিছু বিষয়কে গল্পের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে।’ এদিকে গানেও বেশ ব্যস্ত সময় পার করছেন আগুন। একাধিক নতুন গানে কণ্ঠ দিয়েছেন এরই মধ্যে। বায়েজীদ খুরশিদ রিয়াজের কথায় গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মকসুদ জামিল মিন্টু। শিগগিরই এগুলো প্রকাশ পাবে অনলাইনে।

আগুন অভিনয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম