Logo
Logo
×

আনন্দ নগর

আজীবন সম্মাননা পাচ্ছেন সৈয়দ আবদুল হাদী

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আজীবন সম্মাননা পাচ্ছেন সৈয়দ আবদুল হাদী

ছবি সংগৃহীত

দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী সিজেএফবি কর্তৃক আজীবন সম্মাননা পাচ্ছেন। সংগঠনটি বিনোদন তারকাদের ২০১৯ সালের পারফরমেন্সের ভিত্তিতে এ বছর অনলাইনে পুরস্কার প্রদান করছে। এ আয়োজনেই আজীবন সম্মাননা পাচ্ছেন এ সঙ্গীতশিল্পী।

২৫ জুলাই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। এরপর নির্ধারিত সময়ে বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

এর আগে সিজেএফবি আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন- রুনা লায়লা, গাজী মাজহারুল আনোয়ার, মুস্তাফা মনোয়ার, শাহনাজ রহমত উল্লাহ, সাবিনা ইয়াসমিন, আসাদুজ্জামান নূর, জিনাত আমান, আলম খান, আজম খান, আতিকুল হক চৌধুরী, হুমায়ূন আহমেদ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আলী যাকের, শবনম, কবরী সারোয়ার, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা এবং সর্বশেষ সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।

আবদুল হাদী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম