হ্যালো...
চতুর্থবার আনন্দমেলা উপস্থাপনা করছি
উপস্থাপনা দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন নুসরাত ফারিয়া। এরপর সিনেমায় অভিনয়ে ব্যস্ত হওয়ার পর এ মাধ্যমটিতে তাকে দেখাই যায়নি। অবশেষে দীর্ঘদিন পর আবারও উপস্থাপনায় ফিরছেন। আগামী ঈদে বিটিভির জন্য নির্মিত ‘আনন্দমেলা’ ম্যাগাজিন অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। উপস্থাপনা, অভিনয় ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
হাসান সাইদুল
প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ছবি সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
* করোনার দিনগুলো কীভাবে কাটাচ্ছেন?
** শুরুর দিকে অনেক ভয় ও আতঙ্কে ছিলাম। এখন তো সবাই বুঝতে পারছেন কেমন যাচ্ছে আমাদের দিনকাল। তবে স্বাস্থ্যবিধি মেনেই দিনাতিপাত করছি। খুব জরুরি কাজ না থাকলে বাসা থেকে বের হই না। ১৯ জুলাই অনেক জরুরি বলেই বিটিভিতে গিয়েছি। স্বাস্থ্য সুরক্ষা এবং কঠোর নিরাপত্তায় আছি।
* আবারও আনন্দমেলা অনুষ্ঠান উপস্থাপনা করছেন। কেমন লাগছে?
** জনপ্রিয় একটি ম্যাগাজিন অনুষ্ঠান। সে অনুষ্ঠান আমি উপস্থাপনা করছি এটি অনেক ভালো লাগার। এবার নিয়ে চারবার হচ্ছে। জনপ্রিয় অনুষ্ঠান বলেই একটু ভয় কাজ করছে। এটি তো অনেক মানুষ দেখেন, তাই অনেক সতর্কতা অবলম্বন করেই কাজটা শেষ করলাম। আশা করছি সবার ভালো লাগবে।
* হাতে থাকা ছবিগুলোর অগ্রগতি কী?
** যেমন ছিল তেমনই আছে। কলকাতার ৪টি ছবি হাতে আছে; কিন্তু ওখানকার পরিস্থিতি তো জানেনই। আমাদের দেশের চেয়ে অনেক ভয়াবহ। তাই শিগগিরই শুটিং শুরু হচ্ছে না এটি বলতে পারি। বাংলাদেশে দীপন ভাইয়ের ‘ঢাকা-২০৪০’ এ আমার অংশের শুটিং শেষ, শুধু ডাবিং বাকি। দাদা যখন শুরু করবেন তখন হয়তো ডাবিংয়ে যাব।
* দাম্পত্য জীবনের প্রথম কাজটা তো সেরে নিলেন। সংসারের জন্য কতটা প্রস্তুত?
** আমাদের বাগদান হয়েছে। বিয়ের পর তো সংসার। প্রস্তুতি তো সবারই থাকে, আমারও আছে। তবে এখন আমি পড়ালেখা নিয়েই ব্যস্ত। পড়ালেখা শেষ করে সংসারের আনন্দটা উপভোগ করব।
* পড়ালেখা কেমন চলছে আপনার?
** পড়াশোনা এখন বেশি হচ্ছে। ঈদের পরই আমার আইন বিষয়ের একটি পরীক্ষা আছে। তাই পুরোদমে প্রস্তুতি চলছে।
* হবু স্বামীকে নিয়ে নিশ্চয়ই বিদেশ ভ্রমণের পরিকল্পনা আছে?
** এখন তো দেশের বাইরে যাওয়া যাচ্ছে না। তবে ইচ্ছা আছে সব ঠিকঠাক থাকলে আগস্টের শেষের দিকে অস্ট্রেলিয়ায় যাব ঘুরতে। তার আগে কোথাও যাওয়া হবে না।
* আপনি তো রেডিওতে উপস্থাপনা করতেন। কিছুদিন আগে একটি নতুন অনুষ্ঠান করার কথাও ছিল...
** হ্যাঁ, করোনার আগেই একটি রেডিও অনুষ্ঠান উপস্থাপনা করার কথা ছিল। প্রায় চূড়ান্ত কিন্তু তারপর সব বদলে গেল। এখন আর ওই অনুষ্ঠানের বিষয় কিছু জানি না। দেখা যাক সামনে কী হয়।
* করোনা কী শিখিয়ে যাচ্ছে আমাদের?
** নিজেকে ভালোবাস, পরিবারকে ভালোবাস। পেশা বা কাজকে গুরুত্ব দিয়ে আমরা প্রতিটি দিন অন্যের জন্যই কাটিয়ে দিতাম, তাই নয় কি? নিজের যত্ন নেয়া, নিজেকে সময় দেয়া, নিজেকে ভালোবাসায় আমরা ছিলাম কিছুটা কৃপণ। এটাই তো প্রমাণিত হল এ করোনায়।
