Logo
Logo
×

আনন্দ নগর

জয়া আহসানের স্বপ্নভঙ্গ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জয়া আহসানের স্বপ্নভঙ্গ

ছবি সংগৃহীত

এক সময় নাটকেই অভিনয় করতেন জয়া আহসান। বর্তমানে সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত তিনি। বাংলাদেশ-ভারত এ নিয়েই তার দিন কাটে। দীর্ঘদিন পর আবারও তাকে নাটকে দেখা যাবে। ঈদে আরটিভিতে প্রচার হবে নাটক ‘স্বপ্নভঙ্গ’। এতে অভিনয় করেছেন জয়া আহসান।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আসফাক। নাটকের গল্পে দেখা যাবে, সাহেদ ও অনি শুরু করে তাদের নতুন সংসার। সুখের এই জীবনে হঠাৎ ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। এরপর জীবনে ঘটতে থাকে নানা রকম ভৈৗতিক ঘটনা। তারা মুখোমুখি হয় দারোয়ান, কেয়ারটেকার ও বন্ধুদের অসামঞ্জস্য আচরণের।

শেষ দৃশ্যে সাহেদ ও অনি জানতে পারে আগে ঘটে যাওয়া দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এতে অনি চরিত্রে দেখা যাবে জয়াকে। নাটকটির শুটিং বেশ আগেই হয়েছিল বলে চ্যানেল সূত্রে জানা গেছে। এটি ঈদের সপ্তম দিন রাত ৯টায় আরটিভিতে প্রচার হবে।

 

জয়া অভিনয় নায়ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম