মধ্যবিত্তদের নিয়ে নির্মিত নাটকে সাবিলা নূর
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ছবি সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ঈদের জন্য খুব বেশি নাটকে কাজ করেননি তিনি। যতগুলো করেছেন সবই মানসম্পন্ন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। তেমনই একটি নাটক ‘মধ্যবিত্ত হওয়াটা পাপ’। মোসাব্বের হোসেন মুয়ীদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ।
এ নাটকে সাবিলার সহশিল্পী জোভান। বর্তমান বিশ্বের পরিস্থিতিতে এক মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে এ নাটক নির্মিত হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। প্রতিদিনের বাজার, বাড়িভাড়ার টাকা জোগাড় করা মধ্যবিত্তের জন্য খুবই কষ্টকর।
আয় বন্ধ হয়ে যাওয়ায় খরচের জন্য সংসারের জিনিস বিক্রি করা ছাড়া কোনো পথ থাকে না। এতে অভিনয় প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘একেবারেই সমসাময়িক গল্প। এমনিতেই মধ্যবিত্তরা খুব কষ্ট করে বেঁচে থাকেন।
জীবনের খুব বেশি সাধ-আহলাদ তারা পূরণ করতে পারেন না। সম্মান বাঁচিয়ে প্রতিদিনের জীবন ধারণ করাটাই তাদের জন্য কষ্টকর। তার মধ্যে যদি কোনো মহামারী এসে যায় তাহলে তারা না পারেন হাত পাততে, না পারেন চুপচাপ বসে থাকতে। এমনই গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। এতে অভিনয় করে খুব ভালো লেগেছে। আশা করি নাটকটি দর্শকেরও ভালো লাগবে।’ এটি আজ রাত ১১টা ৩০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।
