Logo
Logo
×

আনন্দ নগর

সেরা উপস্থাপকের পুরস্কার পেলেন আনজাম মাসুদ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সেরা উপস্থাপকের পুরস্কার পেলেন আনজাম মাসুদ

ছবি সংগৃহীত

আবারও সেরা উপস্থাপকের পুরস্কার পেলেন উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ। চলতি বছর বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি তাকে এ পুরস্কারে ভূষিত করে। ২০১৯ সালে বিটিভিতে প্রচারিত ‘পরিবর্তন’ অনুষ্ঠানের জন্য এ সেরা উপস্থাপকের পুরস্কার পেয়েছেন আনজাম মাসুদ।

সম্প্রতি সংগঠনটি অনলাইনে পুরস্কার অনুষ্ঠান আয়োজন করে। করোনাভাইরাসের কারণে প্রত্যক্ষ অনুষ্ঠানে বাধ্যবাধকতা থাকায় অনলাইনেই এ কার্যক্রম সম্পন্ন হয়। অনলাইনেই সংগঠনটি সেরাদের তালিকা ঘোষণা করে।

২০১৯ সালে সিনেমা, টিভি, গান ও অনলাইন মাধ্যমে নির্মিত কাজে সেরাদের এ পুরস্কার দেয়া হয়েছে। সেরা উপস্থাপকের পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে আনজাম মাসুদ বলেন, ‘আমি নিজেকে কখনই সেরা বলে দাবি করি না, তবে যেটুকু কাজ করি সেটা রুচি ও মানসম্মত করার চেষ্টা করি।

যাতে সব ধরনের দর্শকের কাছে কাজটি গ্রহণযোগ্য হয়। আমার পরিবর্তন অনুষ্ঠানটিও তেমনই একটি কাজ ছিল। পুরস্কারটির জন্য সংগঠনটির কাছে আমি কৃতজ্ঞ। আশা করছি করোনা মহামারী কেটে গেলে আবারও ভালো কিছু কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হব।’

আনজাম মাসুদ উপস্থাপক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম