ছবি সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নাটকে বহুরূপী চরিত্রে অভিনয় করে প্রশংসিত মীর সাব্বির। চরিত্র রূপ দিতে গিয়ে একেক সময় একেক বেশে দর্শকের সামনে আসেন এ অভিনেতা। এবার এসেছেন মাইক ব্যবসায়ী হিসেবে। এ নাটকে তার নাম মজনু।
এ নামে তার বাবা মাইকের ব্যবসা শুরু করেন। ‘মজনু বিডি’ নামের সেই মাইকের দোকানটি এলাকায় বেশ জনপ্রিয়তা পায়। বর্তমানে মজনু দেখাশোনা করে। তার কথা শুনলে মনে হবে গলার স্বর ভাঙা। মজনুর এ দুর্বলতার সুযোগ নিয়ে তার বন্ধু ফটিক বেইমানি করে মজনুর জন্য পাত্রী দেখতে গিয়ে নিজেই বিয়ে করে ফেলে।
এর মধ্যে লাইলী নামে এক নারী মজনুর জীবনে প্রবেশ করে। এভাবেই নানা ঘটনায় এগিয়ে যায় নাটকটির কাহিনী। অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ। এটি আজ রাত ৯টায় মাছরাঙায় প্রচার হবে।
