ছবি সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নাটকে নানা ধরনের চরিত্রে অভিনয় করে অভ্যস্ত জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সেই ধারাবাহিকতায় ঈদের বিশেষ একটি নাটকে ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। নাটকের নাম ‘উইশ’।
রায়হান খানের পরিচালনায় নাটকটি আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে, মোশাররফ একজন ব্যবসায়ী। তিনি ব্যবসা করলেও স্ত্রী করেন চাকরি। কিন্তু ব্যবসায়িকভাবে আরও প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রচুর টাকার সন্ধান করে মোশাররফ।
এক সময় টাকাও পেয়ে যান। কিন্তু সেই টাকা প্রশান্তির পরিবর্তে বিড়ম্বনা তৈরি করে। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকটির গল্পে শিক্ষণীয় কিছু বক্তব্য আছে। যা মানুষকে সচেতন করবে। এতে আমার চরিত্রটি একেবারেই নতুন। আমি এতে অভিনয় করে আনন্দ পেয়েছি। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।’
